ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় কলেজছাত্র হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২২:০১, ১০ নভেম্বর ২০২০

খুলনায় কলেজছাত্র হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ডুমুরিয়া উপজেলার কলেজ ছাত্র ওবায়দুর রহমান রুবেল হত্যা মামলায় আসামি বাচ্চু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ইয়ারব হোসেন এ রায় প্রদান করেন। মামলার রায়ে আসামি বাচ্চুকে পৃথক তিনটি ধারায় হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং নেশা করায় সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং চুরির অপরাধের একটি ধারায় তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। আসামি মোজাম্মেল হোসেন মিলনকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণড এবং আসামি আবুল কালাম আজাদ ওরফে কালামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আসামিরা সবাই পলাতক বলে আদালত সূত্র জানায়। উল্লেখ্য, ২০১২ সালের ২৩ অক্টোবর আসামিরা রুবেলকে অপহরণ করে। পরদিন ডুমুরিয়া সদরে পাশে শোভনা এলাকা থেকে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রুবেলের বাবা শেখ লুৎফর রহমান পরদিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। কুড়িগ্রামে যুবকের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, রৌমারীতে স্কুল ছাত্রীকে হত্যার দায়ে আনোয়ারুল ইসলাম নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা গেছে, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় এবং প্রতিবাদ করায় ২০১৫ সালের ১৪ জুন রৌমারী উপজেলার শৌলমারী এম আর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরজিনা খাতুনকে তার বোয়ালমারীর বাড়িতে জবাই করে হত্যা করা হয়। ঐ ছাত্রীর মা বাইরে কাজ সেরে বাড়িতে ফিরে মেয়ের গলাকাটা লাশ দেখতে পায়। পরে নিহত আরজিনা খাতুনের মা সাজেদা খাতুন বাদী হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর আজ সোমবার দুপুরে এ মামলার রায় দেয়া হয়। বাগেরহাট স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, বাগেরহাটে মাদক মামলায় আজিম শেখ ওরফে আজিম মেম্বার (৫০) নামে একজনের যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আজিমকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের দ-াদেশ দেয় আদালত। একই মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেয় আদালত। সোমবার দুপুরে আসামিদের অনুপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তপন কুমার এই দ-াদেশ দেন। দ-প্রাপ্ত হলেন আজিম শেখ বাগেরহাটে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের জব্বার শেখের ছেলে। উল্লেখ্য, ২০১২ সালের ১৪ জুন সকাল ১১টায় ফরিকহাট থানা পুলিশ উপজেলার আজিম শেখের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। পরে পুলিশ ওই বছরের ৫ সেপ্টেম্বর আজিম শেখ ওরফে আজিম মেম্বার, সালমা বেগম আখি, আজিত শেখ ও বিপুল খানসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।
×