ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে পাঁচ শ’ টাকার জন্য স্ত্রীকে খুন ॥ স্বামী আটক

প্রকাশিত: ২১:৫৯, ১০ নভেম্বর ২০২০

নীলফামারীতে পাঁচ শ’ টাকার জন্য স্ত্রীকে খুন ॥ স্বামী আটক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলায় ৫০০ টাকার জন্য গলায় রশি পেঁচিয়ে স্ত্রী মিনা বেগমকে (৪০) হত্যা করেছে স্বামী হাফিজুল ইসলাম (৪৮)। রবিবার রাত ৮টার দিকে উপজেলার রণচ-ী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাতে স্বামী হাফিজুল ইসলাম ও তার প্রতিবেশী চাচা নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের। মিনার বাবা এনামুল হক অভিযোগ করে বলেন, হাফিজুল পেশায় একজন কাঠ ব্যবসায়ী। বিভিন্ন সময়ে ব্যবসার টাকা মেয়ে মিনার কাছে জমা রাখত। আমার মেয়ে সরল বিশ্বাসে টাকা না গুনে জমা রেখে পুনরায় ফেরত দিত। রবিবার জমানো টাকা ফেরত চাইলে একইভাবে বের করে দেয়। কিন্তু ৫০০ টাকা কম হওয়ার অজুহাতে বেধড়ক মারপিটের পর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে আমার মেয়েকে। ঘটনা ভিন্ন খাতে প্রবাহের জন্য হাফিজুল তার চাচা নাজিম উদ্দিনসহ হাসপাতালে মিনার লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় মিনার বাবা বাদী হয়ে জামাতা হাফিজুল ইসলাম এবং চাচা নাজিম উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেন। মিনার বাবা এনামুল হক বলেন, মেয়ে এবং নাতি-নাতনিদের সুখের জন্য তাদের বাড়ির সামনে সম্প্রতি একটি মুদি দোকান করে দেই। আশা করেছিলাম হাফিজুলের আয় এবং মুদি দোকানের আয় থেকে তারা সুখে দিন কাটাবে। কিন্তু আমার সে আশা আর পূরণ হলো না। যশোরে কৃষক যশোর অফিস থেকে স্টাফ রিপোর্টার জানান, চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামে পিকুল (৩২) নামে এক কৃষি দিনমজুর খুন হয়েছেন। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহটি তার ধান খেতেই ফেলে গেছে। খবর পেয়ে পুলিশ রবিবার রাত সাড়ে দশটার দিকে মরদেহটি উদ্ধার করে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, পিকুল তার জমির ধান কাটতে রবিবার সকালে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। দিন গড়িয়ে সন্ধ্যা হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে তারা বাড়ির পাশের মাঠের নিজ ধান খেতের মধ্যে তার লাশ দেখতে পায়। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়। ওসি আরও বলেন, ‘নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। ময়মনসিংহে ট্রলিব্যাগে নারীর লাশ স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গঙাশ্রম এলাকার কালভার্টের নিচ থেকে ট্রলিব্যাগে থাকা অজ্ঞাত (৩০) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সোমবার সকালে খবর পেয়ে এই লাশ উদ্ধারের পর দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বগুড়ায় যুবক স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বগুড়ার গাবতলির সোনাকানিয়া বিল থেকে সোমবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম শামীম আহমেদ (২২)। স্থানীয়রা জানায়, তিনদিন আগে সে সন্ধ্যায় মহিষাবান এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে না ফিরলে থানায় জিডি করা হয়েছিল। এলাকায় সে সুদের কারবার করত। পুলিশ জানায়, নিহত শামীমের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন আছে।
×