ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ড. আবু বকর ছিদ্দিক ব্রির নতুন পরিচালক

প্রকাশিত: ২১:৫৮, ১০ নভেম্বর ২০২০

ড. আবু বকর ছিদ্দিক ব্রির নতুন পরিচালক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ড. মোঃ আবু বকর ছিদ্দিক রবিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক (প্রশাসন) পদে দায়িত্ব গ্রহণ করেছেন। এ পদে যোগদানের আগে তিনি এ ইনস্টিটিউটের কৃষি অর্থনীতি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইতোপূর্বে এ প্রতিষ্ঠানের উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৪ সালে এ ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে ২৬ বছর ধরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৯৬৩ সালে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কালিবাজাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে অনার্সসহ বিএসসিএজিইকন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে এমএসসিএজিইকন (বিপণন) এবং ২০১০ সালে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। তিনি জাপানের বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান জিরকাস থেকে ২০১২ সালে ধান অর্থনীতি ও বিপণনে বৈরী আবহাওয়ার প্রভাব বিষয়ে পোস্ট ডক্টরাল প্রোগ্রাম সম্পন্ন করেন এবং অদ্যাবধি তার তত্ত্বাবধানে একই প্রতিষ্ঠানের সঙ্গে ব্রির গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। ধান সংশ্লিষ্ট বিপণন বিশেষ করে মূল্য ব্যবস্থাপনায় তিনি অনন্য পারদর্শিতার অধিকারী। দুই দশকের বেশি সময়ের গবেষণা সংশ্লিষ্ট কাজে ড. ছিদ্দিক জাপান, থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর ও ফিলিপিন্স ভ্রমণ করেছেন।
×