ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে ২ আয়া আটক

মাতৃসদনে সন্তানসহ প্রসূতির মৃত্যু ॥ ক্লিনিক সিল

প্রকাশিত: ২১:৫৮, ১০ নভেম্বর ২০২০

মাতৃসদনে সন্তানসহ প্রসূতির মৃত্যু ॥ ক্লিনিক সিল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধায় সরকারী অনুমোদনহীন ‘রেড ক্রিসেন্ট মাতৃসদন’ নামের একটি ক্লিনিকে প্রসূতি নারীর ডেলিভারি করাতে গিয়ে আয়াদের কারণে গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু হয়েছে। খবর পেয়ে সোমবার দুপুরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্লিনিকটি সিলগালা করে অভিযুক্ত দুই আয়াকে আটক করেছেন। জানা গেছে, উপজেলার দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের দরিদ্র ভ্যানচালক মন্টু বাহাদুরের স্ত্রী তিন সন্তানের জননী সীমা বেগমের (৩৫) চতুর্থ সন্তানের প্রসব বেদনা শুরু হলে সোমবার সকালে তাকে ওই ক্লিনিকে নেয়া হয়। সরকারী অনুমোদনবিহীন ওই ক্লিনিকে কোন রেজিস্ট্রার চিকিৎসক না থাকার পরও কর্মরত আয়া রাশিদা বেগম ও মায়া বেগম প্রসূতির বাচ্চা প্রসব করানোর চেষ্টা চালায়। একপর্যায়ে সকাল সাড়ে নয়টার দিতে গর্ভের সন্তানসহ সীমার মৃত্যু হয়। পরবর্তীতে বিষয়টি সীমার স্বজনদের কাছে গোপন রেখে তাকে (সীমা) অন্যত্র ডেলিভারি করার কথা বলে ওই আয়ারা দ্রুত সটকে পড়েন। সীমার ভ্যানচালক স্বামী মন্টু ক্লিনিকের আয়াদের কথানুযায়ী দ্রুত সীমাকে পয়সারহাট আদর্শ জেনারেল হাসপাতালে নিলে সেখানের চিকিৎসকরা সীমাকে দ্রুত উপজেলা হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সীমার অসহায় স্বামী তাকে নিয়ে উপজেলা হাসপাতালে নিলে এলে কর্তব্যরত চিকিৎসক মামুন মোল্লা সীমাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে তারা ময়নাতদন্তের জন্য নিহত সীমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ওসি ঘটনাস্থল বাগধা গ্রামের নামসর্বস্ব ওই ক্লিনিক পরিদর্শনে গিয়ে অভিযুক্ত দুই আয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন জানান, উপজেলায় যত বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক রয়েছে তার তালিকায় ‘রেড ক্রিসেন্ট মাতৃসদন’ ক্লিনিকের নাম নেই। সরকারী কোন অনুমোদন ছাড়া কিভাবে তারা রোগী ভর্তি ও চিকিৎসা প্রদান করেন, তা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেন।
×