ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

প্রকাশিত: ২১:৫৫, ১০ নভেম্বর ২০২০

ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ৯ নবেম্বর ॥ ময়মনসিংহের ভালুকায় মিনিট্রাক ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে মনিরুজ্জামান (৩৩) ও জুবাইদুল ইসলাম লাভলু (৩০) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি ঢালীবাড়ি মোড় এলাকায়। জানা যায়, সোমবার রাতে শেরপুর সদর থেকে ছেড়ে আসা একটি মিনিট্রাক ঢাকায় যাওয়ার পথে ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার ঢালীবাড়ি মোড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা খায়। এ সময় মিনি ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে যাত্রী শেরপুর জেলার মীরগঞ্জের মৃত নুরুল ইসলামের দুই ছেলে মিষ্টি ব্যবসায়ী মনিরুজ্জামান ও জুবাইদুল ইসলাম লাভলু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। ভালুকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আকতার জানান, নিহত দুই ভাই মিষ্টি ক্রয়ের জন্য সম্ভবত ঢাকায় যাচ্ছিলেন। ট্রাকে থাকা খলি মিষ্টির কার্টনে তিন লাখ টাকা পাওয়া গেছে। দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। টাঙ্গাইলে চালক ও হেলপার নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও সুপারভাইজার নিহত হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বাসের সুপারভাইজার মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে সেলিম হোসেন (৪০) এবং ট্রাকের চালক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে মিজানুর রহমান শেখ (২৮)। জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে আসা একটি ট্রাক মহাসড়কের রসুলপুর এলাকায় পৌঁছলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের সুপারভাইজার নিহত হয়। এ ঘটনায় বাসের ৫ যাত্রী আহত হয়। রাজশাহীতে কনস্টেবল স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বালুবাহী ট্রাকের ধাক্কায় নগর পুলিশের বেলপুকুর থানায় কর্মরত এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সোয়া ১০টার দিকে মোহনপুর সড়কের বাইপাস ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম মোয়াজ্জেম হোসেন (৫০)। সোমবার বেলা সোয়া ১০টার দিকে মতিহার থানাধীন বাইপাস রোডের মোহনপুর ব্রিজ সংলগ্ন চকপাড়া মোড় পাকা রাস্তায় কর্মরত মোয়াজ্জেম হোসেনকে (৫০) বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রাক বেপরোয়া গতিতে এসে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাইবান্ধায় হেলপার নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম-ঠুটিয়াপাকুর সড়কে সোমবার দুপুরে ইটবাহী ট্রলির ধাক্কায় হেলপার আলামিন মিয়া (১৮) মারা গেছে। নিহত আলামিন মিয়া ওই উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সন্তোলা গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলিটি ইট নিয়ে যাওয়ার সময় হঠাৎ উল্টে যায়। এতে হেলপার আল-আমিন মিয়া ওই ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
×