ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কৃষি শ্রমিকদের প্রশিক্ষণ

প্রকাশিত: ২১:৫৫, ১০ নভেম্বর ২০২০

কৃষি শ্রমিকদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে, সেই সঙ্গে কৃষি শ্রমিকের সংখ্যাও হ্রাস পাচ্ছে। ফলশ্রুতিতে কৃষিতে শ্রমিকের মজুরি বাড়ার সঙ্গে সঙ্গে ধানের উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে। তাই ধানের উৎপাদন খরচ কমাতে কৃষিকে যান্ত্রিকীকরণ করে শ্রমিক সাশ্রয়ী করার বিকল্প নেই। সে লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি এ্যান্ড পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগ ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের জন্য খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৮০ খামার যন্ত্র যেমন- টিলার, ট্রাক্টর, রিপার চালক ও মেকানিককে দুই দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সোমবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় বরিশালে ৮০ ফার্ম মেশিনারি চালক ও মেকানিকের প্রশিক্ষণ উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোঃ মাহজাহান কবির।
×