ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাস্ক না পরায় জরিমানা

প্রকাশিত: ২১:৫৫, ১০ নভেম্বর ২০২০

মাস্ক না পরায় জরিমানা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করতে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে মহানগরীর কয়েকটি স্থানে সোমবার চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়ে ২৫ জনকে সর্বমোট ১৭ হাজার ১০০টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এছাড়া আরও ৩৩ জনকে আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযান পরিচালনা করেন মোঃ রাকিবুল হাসান, দীপা রানী সরকার, সেটু কুমার বড়ুয়া ও মোঃ তাহমিদুল ইসলাম। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় রবিবার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে সোমবার নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
×