ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংলিশ প্রিমিয়ার লীগ ॥ ম্যানইউ, চেলসির সহজ জয়

প্রকাশিত: ২২:৩৯, ৯ নভেম্বর ২০২০

ইংলিশ প্রিমিয়ার লীগ ॥ ম্যানইউ, চেলসির সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে সহজ জয় পেয়েছে দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। শনিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে সফরকারী ম্যানইউ। আর লন্ডনের স্টামফোর্ড ব্রিজে স্বাগতিক চেলসি ৪-১ গোলে বিধ্বস্ত করেছে অতিথি শেফিল্ড ইউনাইটেডকে। এই জয়ে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় ১৪ নম্বরে উঠে এসেছে ম্যানইউ। আর ছয়ে নেমে গেছে শুরুতে চমক দেখানো এভারটন। আট ম্যাচে তাদের পয়েন্ট ১৩। ১৫ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে চেলসি। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সাউদাম্পটন। ইংলিশ প্রিমিয়ার লীগ ইতিহাসে প্রথমবার সিংহাসনে বসেছে দ্য সেইন্টরা। অবশ্য রবিবার রাতের ম্যাচের পর আবারও তালিকার পরিবর্তন হবে। পিছিয়ে পড়েও এভারটনের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানইউ। দলটির হয়ে পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ করেন জোড়া গোল। অপর গোলটি করেন এডিনসন কাভানি। লীগের শুরু থেকে দাপট দেখাচ্ছিল এভারটন। শুরুর দিকে পয়েন্ট তালিকার শীর্ষস্থানেও ছিল তারা। কিন্তু শুরুর চমক আর ধরে রাখতে পারেনি দলটি। গত মাসে মার্সিসাইড ডার্বিতে লিভারপুলের সঙ্গে ড্রয়ের পর টানা তিন ম্যাচ হেরেছে এভারটন। অন্যদিকে মৌসুমের শুরু থেকে নিজেদের ছায়া হয়ে আছে ম্যানইউ। দিনকয়েক আগে রেড ডেভিলসরা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে হেরেছে। এর আগের ম্যাচে ইপিএলে হেরেছে আর্সেনালের সঙ্গে। যে কারণে এভারটনকে নিয়ে ভাবতে হচ্ছিল ম্যানইউ কোচ ওলে গানার সোলসজায়েরকে। ম্যাচের শুরুতে এগিয়েও গিয়েছিল এভারটন। ১৯ মিনিটে বার্নাডের শটে এগিয়ে যায় কার্লো আনচেলোত্তির দল। কিন্তু সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২৫ মিনিটে দুর্দান্ত হেডে গোল করে ম্যানইউকে সমতায় ফেরান ফার্নান্দেজ। পুরো ম্যাচে ঝলক দেখানো পর্তুগীজ মিডফিল্ডার দলকে এগিয়ে দেয়া গোল করেন ৩২ মিনিটে। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায় এভারটন। অতিরিক্ত সময় দু’টি সুযোগ নষ্ট না করলে সমতায় ফিরতে পারত আনচেলোত্তির দল। উল্টো ম্যাচের শেষ সময় (৯০+৫ মিনিট) আরেক গোল হজম করে এভারটন। জোড়া গোল করা ফার্নান্দেজের পাস থেকে গোলটি করেন উরুগুইয়ান তারকা কাভানি।
×