ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উইন্ডিজ ক্রিকেটারদের কোয়ারেন্টাইন শিথিল করবে বিসিবি

প্রকাশিত: ২২:৩৮, ৯ নভেম্বর ২০২০

উইন্ডিজ ক্রিকেটারদের কোয়ারেন্টাইন শিথিল করবে বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী জানুয়ারিতেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। পূর্ণাঙ্গ সেই সিরিজে আছে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি২০ ম্যাচ। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে গত মার্চের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। তাই জানুয়ারিতে ঘরের মাটিতে ক্যারিবীয়দের সঙ্গে পূর্ণ সিরিজ নির্বিঘ্নে খেলতে এখন থেকেই চিন্তা-ভাবনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যেই সফরকারী ক্যারিবীয় দলটির জন্য সরকারী বিধি অনুসারে ১৪ দিনের যে কোয়ারেন্টাইন নীতিমালা রয়েছে তা শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। ক্যারিবীয়দের জন্য ৭ দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে চাইছে বিসিবি। সারাবিশ্বেই বর্তমানে ভ্রমণের ক্ষেত্রে করোনার জন্য বিশেষ স্বাস্থ্যবিধি রয়েছে। এরমধ্যে অন্যতম হচ্ছে কোভিড-১৯ নেগেটিভ সনদ নিয়ে দেশ ত্যাগ করতে হবে এবং আরেক দেশে পৌঁছেই আরেকবার কোভিড-১৯ টেস্ট করিয়ে নেগেটিভ হতে হবে। নেগেটিভ হলেও ১৪ দিন স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকার নিয়ম আছে বাংলাদেশে। আর পজিটিভ হলে বাধ্যতামূলক আইসোলেশন ১৪ দিন। তবে ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য এই নীতিমালায় কিছুটা অদল-বদল দেখা গেছে। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল), কিছুদিন আগে ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়া দলের ক্ষেত্রেও দেখা গেছে এই নিয়মের শিথিলতা। এটা করা হয়েছে, যাতে করে সফরকারীরা দ্রুতই নিজেদের প্রস্তুতি নিতে পারে। একই পরিকল্পনায় ক্যারিবীয়দের জন্য হাঁটতে চাইছে বিসিবি। পরিকল্পনা অনুসারে বাংলাদেশে পা রেখেই একটি করে করোনা পরীক্ষা হবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার এবং সংশ্লিষ্টদের। সবার ফলাফল নেগেটিভ হলেই তারা অনুশীলন শুরু করতে পারবেন। এ বিষয়ে সম্প্রতি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা চলছে এবং দুই বোর্ডই আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’
×