ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোমাঞ্চকর জয়ে শীর্ষে বেয়ার্ন মিউনিখ

প্রকাশিত: ২২:৩৭, ৯ নভেম্বর ২০২০

রোমাঞ্চকর জয়ে শীর্ষে বেয়ার্ন মিউনিখ

স্পোর্টস রিপোর্টার ॥ চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে বেয়ার্ন মিউনিখ। শনিবার প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা ৩-২ গোলে পরাজিত করে বরুশিয়া ডর্টমুন্ডকে। সেইসঙ্গে জার্মান বুন্দেসলিগার পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এসেছে বেয়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে এদিন প্রথম এগিয়ে যায় বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের ৪৫ মিনিটে গুইরেইরোর এ্যাসিস্টে গোল করে স্বাগতিকদের প্রথম এগিয়ে দেন মার্কো রেউস। তবে এগিয়ে থাকার উচ্ছ্বাস বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। প্রথমার্ধের অতিরিক্ত সময় (৪৫+৪) মিনিটে মুলারের সহায়তায় বেয়ার্নকে সমতায় ফেরান ডেভিড আলবা। দ্বিতীয়ার্ধে দেখা যায় রবার্ট লেভানডোস্কির শো। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে হার্নান্দেজের সহায়তায় বেয়ার্নকে এগিয়ে দেন পোল্যান্ডের এই তারকা ফুটবলার। দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে সানেকে দিয়ে আরও এক গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেয়ার্ন মিউনিখের এই পোলিশ স্ট্রাইকার। এরপর ৮৩ মিনিটে আর্লিং হ্যাল্যান্ড গোল করলে আবারও ম্যাচে ফেরার আশা দেখে স্বাগতিক শিবির। কিন্তু পরের সময়টাতে আর কোন দলই গোল করতে পারেনি। যে কারণে ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বেয়ার্ন মিউনিখ। তবে এই ম্যাচে গোল ব্যবধানটা আরও বেশি হতে পারত। কিন্তু তা হতে দেয়নি ভিএআর। কেননা ভিএআর-এর কারণে রবার্ট লেভানডোস্কির দুটি গোল যে বাতিল হয়ে যায় এদিন। এই জয়ের ফলে ৭ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে বেয়ার্ন মিউনিখ। লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আরবি লাইপজিগ। নিজেদের মাঠে এদিন লাইপজিগ ৩-০ গোলে বিধ্বস্ত করে ফ্রেইবার্গকে। তৃতীয় স্থানে নেমে যাওয়া বরুশিয়া ডর্টমুন্ডের সমানসংখ্যক ম্যাচ থেকে সংগ্রহ ১৫ পয়েন্ট। বেয়ার্ন আর লাইপজিগ ছাড়াও এদিন বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ইউনিয়ন বার্লিন এবং হার্থা বার্লিন। নিজেদের মাঠে ইউনিয়ন বার্লিন ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে আর্মিনিয়া বাইলিফিল্ডকে। আর প্রতিপক্ষের মাঠে গিয়ে হার্থা বার্লিন ৩-০ ব্যবধানে হারায় অগসবার্গকে। এছাড়া মেইঞ্জ-শালকে এবং স্টুটগার্ট-ফ্র্যাঙ্কফুর্টের দুটি ম্যাচই ২-২ গোলে ড্রয়ে শেষ হয়।
×