ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেনাল্টি থেকে মৌসুমে মেসির প্রথম ছয় গোল

প্রকাশিত: ২২:৩৫, ৯ নভেম্বর ২০২০

পেনাল্টি থেকে মৌসুমে মেসির প্রথম ছয় গোল

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমে নিজেকে হারিয়ে খুঁজছেন লিওনেল মেসি। বার্সিলোনার আর্জেন্টাইন তারকা যেন গোল করতেই ভুলে গেছেন। পেনাল্টি ছাড়া তিনি গোলেরই দেখা পাচ্ছিলেন না। অবশেষে সেই ‘গেরো’ ছুটেছে বর্তমান ফিফাসেরা তারকার। শনিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে মৌসুমে প্রথমবারের মতো মেসি পেনাল্টি ছাড়া গোল করেছেন। ন্যুক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে মেসির বার্সিলোনা ৫-২ গোলে হারিয়েছে সফরকারী রিয়াল বেটিসকে। আরেক ম্যাচে নবাগত কাদিজকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। বেটিসের বিরুদ্ধে ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে মেসির গোল ছিল তিনটি। যার সবকটিই পেনাল্টি থেকে। পরশু রাতে ৬১ মিনিটে আরেক গোল করায় হয়েছে চারটি। এই সময় আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও দুই গোল করেছেন মেসি। দু’টিই পেনাল্টি থেকে। অর্থাৎ সবমিলিয়ে মৌসুমে নিজের প্রথম ছয়টি গোলই ক্ষুদে জাদুকর করেছেন স্পট কিক থেকে। অবশেষে বেটিসের বিরুদ্ধে নিজের দ্বিতীয় গোল করার পথে মৌসুমে প্রথমবারের মতো ‘মাঠের খেলায়’ গোল পেয়েছেন মেসি। ম্যাচের ৮২ মিনিটে রবার্টোর ব্যাকহিল থেকে ডি বক্সের মুখ থেকে কোনাকুনি শটে গোল করেন বার্সিলোনা অধিনায়ক। অথচ ফিটনেস ঠিক না থাকায় ম্যাচটি খেলারই কথা ছিল না তার। কিন্তু ৪৫ মিনিটে তরুণ আনসু ফাতি চোট পেয়ে মাঠ ছাড়লে অধিনায়ককে মাঠে নামতে বাধ্য হন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। ওই সময় ডেম্বেলের শট গোললাইন থেকে হাত দিয়ে ফেরানোয় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেটিস ডিফেন্ডার আইসা মান্ডি। আর নিখুঁত স্পট কিকে ব্যবধান বাড়ান মেসি। খেলার কথা না থাকলেও দলের প্রয়োজনে মাঠে নেমেই নিজের আস্থার প্রতিদান দেন বর্তমান ফিফাসেরা তারকা। এছাড়া বার্সার হয়ে ম্যাচে অপর গোলগুলো করেন ২২ মিনিটে উসমান ডেম্বেলে, ৪৯ মিনিটে এ্যান্টোনিও গ্রিজম্যান ও ৯০ মিনিটে গঞ্জালেস। বেটিসের হয়ে দুই গোল পরিশোধ করেন প্রথমার্ধের ইনজুরি সময় এ্যান্টোনিও সানাব্রিয়া ও ৭৩ মিনিটে মোরোন। ম্যাচশেষে বার্সিলোনা কোচ রোনাল্ড কোম্যান বলেন, আশা করছি মেসি এভাবেই এগিয়ে যাবে। অন্য কেউ সুযোগ নষ্ট করলে কোন একজনকে সেটা কাটিয়ে ওঠার দায়িত্ব নিতে হয়। আমাদের সবাইকে বুঝতে হবে মেসি কি মানের খেলোয়াড়। সেরা একাদশে মেসির না থাকা প্রসঙ্গে বার্সা বস বলেন, এই বিষয়টি নিয়ে ওর সঙ্গে আমার কথা হয়েছিল। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগ নেই। কিন্তু পরে যখন দলের প্রয়োজন হয় তখন ঠিকই মেসিকে খেলাতে হয়েছে। আর সে দেখিয়ে দিয়েছে কত বড় মাপের ফুটবলার। আরেক ম্যাচে কাদিজের বিরুদ্ধে এ্যাটলেটিকোর হয়ে জোড়া গোল করেছেন জোয়াও ফেলিক্স। ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ম্যাচ শুরুর অষ্টম মিনিটে স্বাগতিকদের হয়ে প্রথম গোল করার পর ৯০ মিনিটে দলের হয়ে শেষ গোলটিও করেন পর্তুগালের এই ফরোয়ার্ড। এবারের লীগের প্রথম সাত ম্যাচে পঞ্চম জয় পাওয়া এ্যাটলেটিকোর হয়ে বাকি দুই গোল করেন লুইস সুয়ারেজ ও মার্কো লরেন্ট। চলতি মৌসুমে এখন পর্যন্ত এ্যাটলেটিকো ১৭টি গোল করেছে ও মাত্র দুই গোল হজম করেছে। এই জয়ে রিয়াল সোসিয়েদাদকে গোল ব্যবধানে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে এ্যাটলেটিকো। বর্তমানে সাত ম্যাচ শেষে তাদের ভান্ডারে জমা ১৭ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে সোসিয়েদাদ দ্বিতীয় স্থানে। তবে গত রাতে রিয়াল মাদ্রিদ জয় পেলে তারা আবারও শীর্ষে ফিরে আসবে। আর ১১ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে বার্সিলোনা। আন্তর্জাতিক বিরতির পর আগামী ২২ নবেম্বর নিজেদের মাঠে বার্সিলোনাকে আতিথ্য দিবে এ্যাটলেটিকো মাদ্রিদ। ওই ম্যাচে সুয়ারেজ ও গ্রিজম্যান তাদের সাবেক ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবেন। বার্সা থেকে চলতি মৌসুমে এ্যাটলেটিকোয় এসেছেন সুয়ারেজ। আর এ্যাটলেটিকো থেকে গত মৌসুমে বার্সায় এসেছেন গ্রিজম্যান।
×