ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উপাসনালয়ে মাস্ক পরার ওপর ফের কড়াকড়ি

প্রকাশিত: ২২:২৮, ৯ নভেম্বর ২০২০

উপাসনালয়ে মাস্ক পরার ওপর ফের কড়াকড়ি

বিশেষ প্রতিনিধি ॥ শীতে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কথা বিবেচনায় নিয়ে ধর্মীয় উপাসনালয়ে আবারও মাস্ক পরার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই লক্ষ্যে রবিবার আগে জারি করা চার দফা নির্দেশনা স্মরণ করিয়ে দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, সারাদেশে বিশেষ করে মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারে শৈথিল্য পরিলক্ষিত হচ্ছে। সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য সরকারের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনায় ধারাবাহিকতায় ৪টি নির্দেশনা হচ্ছে- মসজিদে সকল মুসল্লির মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে প্রবেশের জন্য মসজিদের মাইকে প্রচার চালাতে হবে। এ বিষয়ে মসজিদের ফটকে ব্যানার প্রদর্শন মসজিদ কমিটিকে নিশ্চিত করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানসহ অন্য ধর্মের অনুসারিরা আবশ্যিকভাবে মাস্ক পরে উপাসনালয়ে প্রবেশ করবেন। মাস্ক পরে উপাসনালয়ে প্রবেশের জন্য প্রধান ফটকে ব্যানার প্রদর্শনের বিষয়টি সংশ্লিষ্ট উপাসনালয় কমিটিকে নিশ্চিত করতে হবে।
×