ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ছাড়াল

প্রকাশিত: ২২:২৫, ৯ নভেম্বর ২০২০

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ছাড়াল

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে কোভিড রোগীর সংখ্যা ৮৫ লাখ ছাড়াল। আর যুক্তরাষ্ট্রে পর পর চারদিন করোনায় লাখেরও বেশি মানুষ আক্রান্ত। এছাড়া সারাবিশ্বে রবিবার পর্যন্ত পাঁচ কোটি পাঁচ লাখ ৪৫ হাজার ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২ লাখ ৫৯ হাজার ৭১৭ জন। সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৫৬ লাখ ৮৯ হাজার ৫৪৩ জন। এখনও চিকিৎসাধীন আছেন এক কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ৮৯৪ জন। যাদের মধ্যে ৯১ হাজার ৯৪০ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন পাঁচ লাখ ৯৮ হাজার ১৫৩ জন। নতুন করে আরও সাত হাজার ৪৪৫ জন মারা গেছেন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৪৫ হাজার ৬৭৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে কোভিড রোগীর সংখ্যা এখন ৮৫ লাখ ৭ হাজার ৭৫৪। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে ৫৫৯ জনের। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক লাখ ২৬ হাজার ১২১ জনের। গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৮২ জন সুস্থসহ মোট ৭৮ লাখ ৬৮ হাজার ৯৬৮ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫ লাখ ১২ হাজার ৬৬৫ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় টেস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে ১১ লাখ ৯৪ হাজার ৪৮৭ জনের কোভিড টেস্ট হয়েছে। তার মধ্যে পজিটিভ রিপোর্টের সংখ্যা আগের দিনের থেকে কম হওয়ায় কমেছে সংক্রমণের হার। এ দিন তা দাঁড়িয়েছে ৩ দশমিক ৮২ শতাংশে। আগের দিন তা ছিল ৪ দশমিক ৫২ শতাংশ। যুক্তরাষ্ট্রে আরও ১০৩১ মৃত্যু ॥ গত ২৪ ঘণ্টায় এক লাখ ২৪ হাজার ২৯০ জন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি এক লাখ ৮৬ হাজার ৮১ জন। মারা গেছেন দুই লাখ ৪৩ হাজার ২৯০ জন। সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৪২ হাজার ২৭৬ জন। এখনও চিকিৎসাধীন আছেন তিন লাখ ৫০ হাজার ৫১৫ জন। যাদের মধ্যে ১৮ হাজার ৪০১ জনের অবস্থা আশঙ্কাজনক। ১৫ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ১৯৫ জনের করোনা পরীক্ষা হয়েছে।
×