ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অলটেক্স ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধের ঘোষণা

প্রকাশিত: ২০:৫৫, ৯ নভেম্বর ২০২০

অলটেক্স ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধের ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে লোকসানে নিমজ্জিত পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবার সাময়িকভাবে কারখানা বন্ধ করে দিয়েছে। গ্যাসলাইনের সমস্যার কারণে কারখানা বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। ডিএসইকে অলটেক্স ইন্ডাস্ট্রিজের কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসলাইনের সমস্যার কারণে ২ নবেম্বর থেকে ৪৫ দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে এ সময়ে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। গ্যাসলাইনের কাজ শেষ হলে উৎপাদন সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স ২০১৭ সাল থেকে নিয়মিত বড় লোকসান করছে। আর ২০১৫ সালের পর থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন ধরনের লভ্যাংশ দেয়নি। ফলে পচা জেড গ্রুপে স্থান হয়েছে প্রতিষ্ঠানটির। সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ১ টাকা ৮১ পয়সা।
×