ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ২০:৫৪, ৯ নভেম্বর ২০২০

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। চলতি মাসে দুইটি কোম্পানির আইপিওয়ের আবেদনের কারণে কিছুটা হলেও তারল্য সঙ্কট চলছে শেয়ারবাজারে। ফলে বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ার বিক্রির চাপেই সূচকের পতন। তবে ব্যতিক্রম ছিল মিউচুয়াল ফান্ড খাত। এই খাতে বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ চোখে পড়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, চলতি মাসে অল্প সময়ের ব্যবধানে রবি আজিয়াটা এবং স্ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে স্ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু হয়েছে। আগামী ১৭ নবেম্বর আইপিও আবেদনের মাধ্যমে ৫৩০ কোটি টাকা সংগ্রহ করবে রবি আজিয়াটা। নতুন করে টাকার প্রবাহ না বাড়ালে সেকেন্ডারি মার্কেটের ওপর এই দুটি আইপিও নেতিবাচক প্রভাব ফেলবে সংশ্লষ্টিরা আশঙ্কা করছেন। বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের দিনের ধারাবাহিকতায় প্রধান শেয়ারবাজারে সূচকের ইতিবাচক প্রবণতা দেখা দেয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুনাফা তোলার চাপ বাড়ে। বিশেষ করে বীমা খাতের কোম্পানিগুলোর দর কমেছে বেশি। ডিএসইতে দুপুর ১২টার পর একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। লেনদেনের শেষ দিকে পতনের মাত্রা বেড়ে যায়। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ১ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ১ হাজার ৭১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্য সূচকের এই পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১১০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। এর বিপরীতে দাম কমেছে ১৬৪টি এবং ৮২টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৮৬ কোটি ৬৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯২৮ কোটি ৮৫ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৪২ কোটি ২০ লাখ টাকা। ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা শেয়ার। কোম্পানিটির ৬৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৩৮ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ২০ কোটি ৯৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- এ্যাসোসিয়েটেড অক্সিজেন, ওয়ালটন, ব্র্যাক ব্যাংক, এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, পিপলস ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৪৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৫৩ প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৭টির এবং ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে।
×