ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাধ্যমিকের প্রস্তুতি

প্রকাশিত: ০০:০৮, ৮ নভেম্বর ২০২০

মাধ্যমিকের প্রস্তুতি

সিনিয়র শিক্ষক বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা ১০. নিয়ম অনুসরণ করে ডিলিট কলে যেকোনো সফটওয়্যার- ক. সম্পুর্ণভাবে রেখে দেওয়া সম্ভব খ. সম্পুর্ণভাবে কেটে ফেলা সম্ভব গ. সম্পুর্ণ মুছে ফেলা সম্ভব ঘ. সম্পুর্ণভাবেমুছে ফেলা সম্ভব নয় ১১.কি-বোর্ডের কোন বাটনটি চাপলে পুরো সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়া সম্পূর্ণ হবে? ক. ঋ১ খ. ঋ২ গ. ঋ৩ ঘ.ঋ৪ ১২.সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় নিচের কোনটি? ক. সাইকেল খ. ফুটবল গ. রিকশা ঘ.আইসিটিযন্ত্র ১৩. কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে ইনস্টল করতে হয়- ক. হার্ডওয়্যার খ. প্রিন্টার গ. রিকশা ঘ.আইসিটিযন্ত্র ১৪. অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কোন প্রক্রিয়া একটু জটিল? ক. আনইনস্টল খ. ইনস্টল গ. ফরম্যাট ঘ.ডিলেট ১৫. নিচের কোনটি আনইনস্টল করার সময় সতর্ক থাকতে হবে? ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার গ. মেমোরি ঘ. পেনড্রাইভ ১৬. ডিলিট অর্থ কী? ক. কেটে দেওয়া খ. মুছে ফেলা গ. সিলেক্ট করা ঘ. খোঁজকরা ১৭. মুলত নিচের কোনটির মাধ্যমে আইসিটি যন্ত্র হতে ইনস্টল করা যেকোনো সফটওয়্যার মুছে ফেলা যায়? ক. সফটওয্যার আনইনস্টল করে খ. সফটওয়্যার ইনস্টল করে গ. সফটওয়্যার ডিলিট করে ঘ. সফটওয়্যার রিস্টার্ট করে ১৮.কম্পিউটার বা অন্য যেকোনো আইসিটি যন্ত্রে কোনো সফটওয়্যার একবার ইনস্টল সফটওয়্যার মুছে ফেলা যায়? ক. মুছে ফেলাযায় খ. মুছে ফেলাযায়না গ. কেটে দেওয়াযায়না ঘ. কেটে দেওয়াযায় ১৯. নিয়ম না মেনে নিচের কোনটি ডিলিট করে দিলে তা মুছে যায় না বরং সমস্যার তৈরি করে? ক. শুধুমাত্রসফটওয়্যার খ. শুধুমাত্র লোকালডিস্ক গ. ফ্লপিডিস্ক ঘ. ডিস্ক ড্রাইভ ২০. নিচের কোনটি ইনস্টল করতে কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন? ক. মাউস খ. প্রিন্টার গ. কিবোর্ড ঘ.অপারেটিং সিস্টেম সফটওয়্যার উত্তর ঃ ১১(গ) ১২(ঘ) ১৩(ঘ) ১৪(খ) ১৫(খ) ১৬(খ) ১৭(ক) ১৮(খ) ১৯(ক) ২০(ঘ)।
×