ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দুই কিমিব্যাপী মানববন্ধন

প্রকাশিত: ২১:৩৯, ৮ নভেম্বর ২০২০

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দুই কিমিব্যাপী মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৭ নবেম্বর ॥ ‘নো মাস্ক নো সার্ভিস, ঘরের বাইরে মাক্স পরি, করোনা প্রতিরোধ করি’- আহ্বান সামনে রেখে ফরিদপুরে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দুই কিলোমিটারব্যাপী সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরসহ জেলার প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালিত হয়। সচেতনতামূলক এ কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুর শহরে স্মরণকালের বৃহত্তর মানববন্ধন কর্মসূচী পালিত হয়। শহরের টেপাখোলা এলাকায় অবস্থিত সরকারী ইয়াছিন কলেজের সামনে থেকে শুরু হয়ে মুজিব সড়ক ধরে পুলিশ লাইনস, পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, প্রধান ডাকঘর, সুপার মার্কেট হয়ে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত বিস্তৃত ছিল। বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।
×