ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: ২১:৩৮, ৮ নভেম্বর ২০২০

সিলেটে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোহাজুরী গ্রামে আপন ভাই-ভাতিজার হাতে একজনের মৃত্যু হয়েছে। নজরুল ইসলাম নজু (৫০) স্থানীয় এরালীগুল গ্রামের মৃত আকবর আলীর ছেলে। এ ঘটনায় নিহত নজুর ভাইসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, জমিজমা ও পাওনা টাকা নিয়ে ভাই নুরুল ইসলাম (৬০) ও চাচাত ভাই আলা উদ্দিনের (২৪) সঙ্গে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে নজরুল ইসলাম নজু আলা উদ্দিনের বাড়িতে টাকা আনার জন্য গেলে সেখানে তাকে আটকে রেখে তার ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা নজরুলকে দ্রুত উদ্ধার করে সিলেট এম.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকীৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের পুত্র দেলোয়ার হুসেন বাদী হয়ে শনিবার ১৪ জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। বগুড়ায় নারী স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, সারিয়াকান্দির হাসনারপাড়া গ্রামে জমি বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শুক্রবার রাতে এক নারী নিহত হয়েছে। তার নাম আসমা বেগম (৩৪)। ঘটনায় ৬ জন আহত হয়েছে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, ওই গ্রামে দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে সংঘর্ষের সূত্রপাত হয়। থেমে থেমে যা রাত পর্যন্ত চলে। এক পর্যায়ে এক পক্ষের আসমা বেগম লাঠির আঘাতে গুরুতর আহত হলে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সে মারা যায়। পাবনায় এক ব্যক্তি নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, আতাইকুলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়ে গোলাপ প্রামানিক (৪২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত গোলাপ গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে। এলাকাবাসী জানিয়েছে, জয়কৃষ্ণপুর গ্রামের গোলাপ প্রামাণিকের সঙ্গে একই এলাকার শাহাদত আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে শাহাদৎ গং অতর্কিত গোলাপ প্রামাণিকের বাড়িতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে গোলাপ প্রামাণিককে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় গোলাপ প্রমাণিকের বাবা আব্দুল প্রামাণিক, ভাই শুকুর প্রামাণিকসহ ৬ জন আহত হয়।
×