ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে হাত পা বাঁধা নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ২১:৩৭, ৮ নভেম্বর ২০২০

লালমনিরহাটে হাত পা বাঁধা নারীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৭ নবেম্বর ॥ শনিবার সকালে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দ বাজার পাকার মাথা নামক স্থানে তিস্তা নদীর দুর্গম বালু চর হতে হাত, পা ও গলায় রশি বাঁধা অজ্ঞত পরিচয় ৪০ বছর বয়সের এক নারীর মরদেহ কৃষি শ্রমিকগণ দেখতে পায়। পরে সদর থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। স্থানীয় গ্রামবাসীরা জানান, সকালে তিস্তা নদীর বালু চরে এক নারীর গলায় ওড়না ও রশি পেঁচানো অবস্থায় মৃতদেহ দেখতে পায়। তার হাত দুটি পেছনে পিটমোড়া করে রশি দিয়ে বাঁধা। তার পা দুটিও রশি দিয়ে বাঁধা ছিল। টাঙ্গাইলে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, মধুপুর উপজেলার মোনারবাইদ এলাকা থেকে আব্দুল বাছেদ (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। বাছেদ ওই উপজেলার টেলকি এলাকার বাসিন্দা। নিহতের শ্যালক লাল মিয়া জানান, শুক্রবার সকালে নিজের মহিষ চরাতে পার্শ্ববর্তী মোনারবাইদ এলাকায় যান বাছেদ মিয়া। সেখান থেকে বিকেলে ফেরার আগে বাড়ির লোকজনের সঙ্গে তার মোবাইলে কথাও হয়। কিন্তু রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানানো হয়। শনিবার সকালে মোনারবাইদ এলাকায় বনের ভেতর থেকে বাছেদ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও গলায় রশি বাঁধা ছিল। বগুড়ায় যুবক স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, সোনাতলা উপজেলার নওদাবগা পূর্বপাড়া গ্রামের এক ডোবা থেকে শনিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আব্দুর রহিম ভোদল (২৪)। সে শিহিপুর গ্রামের মোজাহার আলীর ছেলে। পুলিশ জানায়, ভোদল প্রায় দশ বছর আগে হাটকরমজা গ্রামের বাদশা মিয়ার মেয়েকে বিয়ে করে শ^শুরবাড়িতে ঘর জামাই থাকে। দাম্পত্য কলহে এক সময় ডিভোর্স হয়। শেরপুরে যুবক নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, শ্রীবরদীতে লুৎফর রহমান শাহনাজ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া কৈয়াবিল এলাকায় কাঁচা রাস্তার পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত শাহনাজ স্থানীয় চককাউরিয়া গ্রামের আমিনুল ইসলাম তারার ছেলে।
×