ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বিপুল জাল টাকা উদ্ধার, দম্পতিসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ২১:৩৭, ৮ নভেম্বর ২০২০

গাজীপুরে বিপুল জাল টাকা উদ্ধার, দম্পতিসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা শনিবার উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক দম্পতিসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- পটুয়াখালী জেলার গলাচিপা থানার রতনদি এলাকার মতিউর রহমানের ছেলে শফিকুল ইসলাম, ভোলা জেলার দক্ষিণ আইচা থানার চরমাইনকা এলাকার মৃত শাহ আলম ফরাজির ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিবুল্লাহ, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী গ্রামের শফি উদ্দিনের ছেলে জসিম উদ্দিন এবং তার স্ত্রী নিলুফা বেগম। জিএমপির উপ-কমিশনার জাকির হাসান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন মোঘরখাল এলাকার বশির উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মুদি দোকানি শফিকুল ইসলামের ঘরে বিপুল পরিমাণ জাল টাকা রয়েছে। এ গোপন খবর পেয়ে শনিবার ভোরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে শফিকুলকে আটক করে। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে তোশকের নিচে লুকিয়ে রাখা একহাজার টাকা মূল্যের ৩৭৭টি এবং ৫শ’ টাকার ২১৪টিসহ মোট ৪ লাখ ৮৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় সাখাওয়াতের বাড়ির ভাড়াটিয়া তরকারি ব্যবসায়ী হাবিবুল্লাহকে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, শ্রীপুরে ২ লাখ ৫০ হাজার ৫শ’ টাকার জাল নোটসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
×