ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাসে ট্রাকের ধাক্কা

বগুড়ায় দুই ট্রাকচালক নিহত

প্রকাশিত: ২১:৩৭, ৮ নভেম্বর ২০২০

বগুড়ায় দুই ট্রাকচালক নিহত

স্টাফ রিপোর্টার বগুড়া অফিস ॥ বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুরের মির্জাপুর এলাকায় শুক্রবার রাতে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। তারা হলো শেরপুরের আবু সাইদ (২৪) ও আবু বক্কর (৩৫)। রাতে ঢাকা থেকে বগুড়াগামী রিজভী পরিবহন নামের একটি বাসকে ধাক্কা দেয় বালু বোঝাই একটি ট্রাক। এ সময় যাত্রীবাহী বাস সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ওই ট্রাক রাস্তার কাজে বালু আনলোড করে দাঁড়িয়েছিল। ট্রাকচালক অপর সঙ্গী ও হেলপারদের সঙ্গে রাস্তার ধারে চাপান করছিল। চাপা পড়ে ঘটনাস্থলেই দুই ট্রাকচালক নিহত হন। হেলপাররা আহত হয়। রাজশাহীতে বাইক আরোহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ১২টার দিকে গোদাগাড়ী সরকারী কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাকিব (১৭)। সে উপজেলার সুলতানগঞ্জ মেলাপাড়ার বাসিন্দা আশরাফুলের ছেলে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, সাকিব এবং আরমান সুলতানগঞ্জ মেলাপাড়া থেকে গোদাগাড়ী সদরে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস বাইককে মুখোমুখি চাপা দিয়ে টেনেহিঁচড়ে গোদাগাড়ী সরকারী কলেজের সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে সাকিব মারা যায়। বাইকে থাকা অপর আরোহী সুলতানগঞ্জ এলাকার নজরুল ইসলামের ছেলে আরমানকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া-বিশুবাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে শনিবার আল-আমিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছে। নিহত আল-আমিন ওই উপজেলার বিশুবাড়ি গ্রামের তোফাজ্জল ড্রাইভারের পুত্র। স্থানীয়রা জানায়, আল-আমিন ও তার দুই বন্ধু সাঈম এবং সুমন বিশুবাড়ি থেকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ আসার পথে সকাল ১০টায় বালুয়া-বিশুবাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই আল-আমিন নিহত হয়। পরে স্থানীয়রা অপর মোটরসাইকেল আরোহী আহত সাঈম ও আরিফকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত আরিফের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সাঈম (২৭) ওই উপজেলার বিশুবাড়ি গ্রামের আজগর আলীর পুত্র ও আরিফ হোসেন (২৩) একই গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র। আশুলিয়ায় বাইক আরোহী নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, আশুলিয়ায় ট্রাকচাপায় আবু রেজওয়ান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে আশুলিয়া থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজওয়ান বরিশালের হিজলা থানার সিরাজুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) এসি মেরামতের কাজ করতেন। সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা জানান, এদিন সকালে মোটরসাইকেলে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন রেজওয়ান। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় পৌঁছলে আরিচাগামী একটি দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেজওয়ানের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
×