ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দরিদ্র মায়েদের অর্থ প্রদান

প্রকাশিত: ২১:৩৩, ৮ নভেম্বর ২০২০

দরিদ্র মায়েদের অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম ॥ সরকারের নিরাপত্তা বেষ্টনীর আওতায় শিশুদের পুষ্টি ও মনোদৈহিক বিকাশ সাধনে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট (আইএসপিপি) যতœ প্রকল্পের আওতায় অতিদরিদ্র মায়েদের অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের আয়োজনে রতিগ্রাম বিএল হাই স্কুল মাঠে এই ইউনিয়নের ৮৩৫ উপকারভোগী মাকে ৬৫লাখ ২৮ হাজার ২শ’ টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনীম, রংপুর বিভাগীয় পোস্ট মাস্টার প্রদীপ কুমার, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম, আইএসপিপি-যতœ প্রকল্পের সাপোর্ট প্রোগ্রাম অফিসার এমদাদুল হক প্রমুখ। কারাগারে কয়েদির মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি শনিবার মারা গেছেন। তিনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তার নাম মোঃ নিজাম উদ্দিন (৫৮)। তিনি ফেনী জেলা সদর থানার দেবীপুর এলাকার মজলের রহমানের ছেলে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সফিকুল ইসলাম খান জানান, ফেনীর একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিন ২০১২ সাল থেকে এ কারাগারে বন্দী রয়েছেন। শনিবার সকালে তিনি কারাগারের ভেতর অজ্ঞান হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি পার্লস নষ্ট (লেজ ভেন্টিকুলার ফেইলুর) রোগে ভুগছিলেন।
×