ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মান্দায় সংখ্যালঘুর দোকানে হামলা ভাংচুর ॥ আহত ৬

প্রকাশিত: ২১:৩৩, ৮ নভেম্বর ২০২০

মান্দায় সংখ্যালঘুর দোকানে হামলা ভাংচুর ॥ আহত ৬

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ নবেম্বর ॥ মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-মেয়ে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে সংখ্যালঘুর এক কসমেটিকসের দোকান ভাংচুর করেছে। দেশীয় অস্ত্র নিয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জোতবাজার চৌরাস্তার মোড়ের অদূরে পূজা কসমেটিকসের দোকানে তাণ্ডব চালিয়েছে তারা। হামলাকারী নারীরা দোকানের আসবাবপত্রসহ বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রীর ক্ষতিসাধন করেছে। এসময় তাদের হামলা থেকে বাঁচতে দোকান মালিকের স্ত্রী প্রীতি রানী হালদার পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়ে রক্ষা পান। স্থানীয়রা জানান, জোতবাজার চৌরাস্তার মোড়ের অদূরে প্রদীপ চন্দ্র হালদারের ‘পূজা কসমেটিকস’ নামে একটি দোকান রয়েছে। দোকান সংলগ্ন জায়গায় আব্দুল গফুর নামে একব্যক্তি ভবন নির্মাণের কাজ করছেন। নির্মাণ কাজে ব্যবহৃত নোংরা পানি ও অন্যান্য ময়লা পড়ে দোকানের মালামাল নষ্ট হচ্ছে এমন অভিযোগ করে আসছিলেন দোকান মালিক প্রদীপ। কিন্তু ভবন মালিক আব্দুল গফুর তাতে কর্ণপাত না করে নির্মাণ কাজ অব্যাহত রাখেন। এ নিয়ে শনিবার সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল গফুর ইট দিয়ে প্রদীপ হালদারের মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন স্থানীয়রা। এ ঘটনার কিছু পরে আব্দুল গফুরের স্ত্রী শাহিনুর আক্তার ও মেয়ে তৃষা দেশীয় অস্ত্র নিয়ে ওই কসমেটিকসের দোকানে হামলা চালায়। স্থানীয়দের দাবি, দুই নারী ফিল্মি স্টাইলে দোকানটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় প্রদীপ হালদারের স্ত্রী প্রীতি রানী হালদার নিজ দোকান ছেড়ে পালিয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন।
×