ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ৩১ হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৪

প্রকাশিত: ২১:৩২, ৮ নভেম্বর ২০২০

চট্টগ্রামে ৩১ হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের চন্দনাইশ ও সীতাকুণ্ড এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৩১ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। গ্রেফতার করা হয়েছে মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে। এছাড়া অভিযানে জব্দ হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক ও দুটি মোটরবাইক। শনিবার র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার চারজন হলো টেকনাফ উপজেলার কুলালপাড়ার ফারুক, শাহপরীর দ্বীপের সেলিম, কক্সবাজার সদর থানার লারপাড়ার ইসমাইল এবং চকরিয়া উপজেলার পাহাড়িয়াপাড়ার রকিবুল ইসলাম রাহাত। এরমধ্যে ফারুক ও সেলিমকে আটক করা হয় চন্দনাইশ থানার খানঘাট সিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্সের সামনে থেকে। তাদের কাছে পাওয়া যায় ১৯ হাজার ৩০৫ ইয়াবা। একটি মিনিট্রাকে তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে ফেনীর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। মোঃ ইসমাইল এবং রাকিবুলকে আটক করা হয় সীতাকু- থানার উত্তর বাঁশবাড়িয়ার কানন গোমস্তা মসজিদের সামনে থেকে। তাদের কাছে পাওয়া যায় ১২ হাজার ইয়াবা। র‌্যাব এ দুজনের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করে। কক্সবাজার থেকে নিয়ে আসা এ ইয়াবার গন্তব্য ছিল ফেনী। ভৈরব নিজস্ব সংবাদদাতা ভৈরব থেকে জানান, শহরের নাটালের মোড় এলাকা থেকে প্রাইভেটকার থেকে ২৮০ বোতল ফেনসিডিলসহ মিজান শেখ নামে এক মাদক বিক্রেতাকে শনিবার ভোরে তাকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। আটক মিজান শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জর বাংলাবাজার গ্রামের কামাল শেখের ছেলে। ভৈরব থানা পুলিশ নাটালের মোড় এলাকা থেকে মিজানকে একটি প্রাইভেটকারসহ আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক বহনের কারণে প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
×