ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ চার জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ২১:৩১, ৮ নভেম্বর ২০২০

বগুড়ায় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ চার জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় গোয়েন্দা পুলিশ শুক্রবার গভীর রাতে শিবগঞ্জের চণ্ডিহারা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের চার সদস্যকে অস্ত্র বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করেছে। এদের মধ্যে দুইজন আশুলিয়ায় হামলার সঙ্গে সরাসরি জড়িত। তারা হলো মোঃ তানভীর আহমেদ ওরফে আবু ইব্রাহিম (২৫) ও মোঃ জাকারিয়া জামিল (৩১)। বাকি দুইজন নব্য জেএমবির সদস্য মোঃ আতিকুর রহমান (২৮) ও আবু সাইদ (৩২)। পুলিশ জানায়, জঙ্গীরা বড় কোন হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছে থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দেশী তৈরি একটি ওয়ান শ্যূটারগান, দুইটি কার্তুজ, ৩টি অত্যাধুনিক বার্মিজ চাকু, একটি চাপাতি, এক কেজি বিস্ফোরক দ্রব্য, লাল টেপ ব্যাটারি ও তার উদ্ধার করা হয়। শনিবার সকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বগুড়ায় সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, গ্রেফতারকৃত তানভীর আহমেদের বাড়ি গোপালগঞ্জের তরশ্রীরামপুর গ্রামে। ঢাকার বনশ্রী খিলগাঁয়ে থাকে। জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের আইটি শাখার শিক্ষার্থী। সে জঙ্গী সংগঠনের আইটি বিভাগ দেখে। গ্রেফতারকৃত জাকারিয়া জামিল জেএমবির মিডিয়া শাখার প্রধান। সে জঙ্গী সংগঠনের অনলাইন এ্যাকটিভিস্ট। আরবী ভাষায় দক্ষ। জঙ্গী নেতাদের আরবী ভাষণ বাংলা অনুবাদ করে অনলাইনে প্রচার করে। ডিআইজি জানান, পুলিশ জঙ্গী সংগঠনকে ভেঙ্গে দিয়েছে। এরপর তারা নতুন করে সংগঠিত হচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
×