ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালকিনিতে যুবলীগ নেতার ওপর হামলা, আসামিদের দ্রুত গ্রেফতার দাবি

প্রকাশিত: ২১:৩১, ৮ নভেম্বর ২০২০

কালকিনিতে যুবলীগ নেতার ওপর হামলা, আসামিদের দ্রুত গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, ৭ নবেম্বর ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ফেরদৌস আলম সরদারের ওপর সন্ত্রাসী হামলা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাহেবরামপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শনিবার দুপুরে সাহেবরামপুর বাজারে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জামাল মোল্লা, সাহেবরামপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইরান সিকদার, সহ-সভাপতি মোঃ হানিফ হাওলাদার, মোঃ ফালান সরদার, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, যুগ্ম-সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, লাবলু হাওলাদার, দফতর সম্পাদক আহসান হাবিব ও প্রচার সম্পাদক ইয়ার হোসেন প্রমুখ। জানা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের মোহাম্মদ সরদারের ছেলে যুবলীগের সভাপতি মোঃ ফেরদৌস আলম সরদার গত মঙ্গলবার বিকেলে উপজেলার কয়ারিয়া এসপিএস স্কুলমাঠে ফুটবল খেলা দেখতে যায়। কিন্তু ওই সময় খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এ সময় যুবলীগের সভাপতি মোঃ ফেরদৌস উভয় পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলার কয়ারিয়া এলাকার সাহাবুদ্দিন আকন, আতাবর সরদার, আনাম সরদার, ফারুক ফকির, বাবুল বেপারী, লিয়াকত চৌকিদার, অলিল মৃধাসহ ১৫/২০জন মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে যুবলীগের সভাপতি মোঃ ফেরদৌসকে কুপিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু সেখানে তার অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেরেবাংলানগর জাতীয় বিজ্ঞান ও চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে প্রেরণ করেন। মামলা করার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করছেনা পুলিশ। তাই ইউনিয়ন যুবলীগের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক লোকজনের অংশগ্রহণে যুবলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এ সময় বক্তারা আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। আর যদি আসামিদের দ্রুত গ্রেফতার করা না হয় তাহলে তারা কঠোর কর্মসূচী দেবেন বলে হুঁশিয়ারি দেন।
×