ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার

প্রকাশিত: ২০:১২, ৭ নভেম্বর ২০২০

এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার

আইটি ডট কম প্রতিবেদক ॥ বাংলাদেশে এভিয়েশন ক্যারিয়ার বলতেই সাধারণত অনেকেই বুঝে পাইলট বা কেবিন ক্রু। কিন্তু এছাড়াও এই সেক্টরে রয়েছে ক্যারিয়ার গড়ার অনেক সুযোগ। তার মধ্যে এয়ারটিকেটিং এবং এয়ারপোর্ট সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য গত ৩ বছর ধরে সুনামের সঙ্গে ট্রেনিং দিচ্ছে এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার। ঢাকার মিরপুরে এই ট্রেনিং সেন্টারটির অবস্থান। এভিয়েশন ক্যারিয়ার প্রসঙ্গে এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা যাকি এস বারী বলেন, এভিয়েশন সেক্টর এ ক্যারিয়ার গড়বার প্রচুর সম্ভাবনা থাকলেও সেই তুলনায় আমাদের দেশে দক্ষ কর্মীর অভাব রয়েছে। এইচ বি এভিয়েশন, এয়ারটিকেটিং এবং এয়ারপোর্ট এর উপর পৃথক দুটি কোর্স পরিচালনা করছে। এবং এই সেক্টরের দক্ষ ট্রেইনার দ্বারা আমরা আমাদের কোর্সগুলো পরিচালনা করছি। এই কোর্সগুলো এইচএসসি বা সমমানের পাস করা এবং কম্পিউটার সম্পর্কে ব্যাসিক নলেজ থাকা যে কেউই করতে পারবে। আর এ ধরনের ট্রেনিং করা থাকলে, চাকরি পাবার ক্ষেত্রে একজন চাকরি প্রার্থী অবশ্যই এগিয়ে থাকে, কারণ এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্সি কর্তৃপক্ষ চায় এমন কর্মী, যারা প্রথম দিন থেকেই তাদের কাজটি বুঝতে পারবে। এবং কেউ যদি এ সেক্টরে ব্যবসা করতে চায়, তারাও ট্রেনিং নেয়া থাকলে তাদের ব্যবসার ক্ষেত্রেও এগিয়ে যায়। এ পর্যন্ত এই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে শতাধিক শিক্ষার্থী সফলভাবে ক্যারিয়ার গড়েছে। অফ লাইন কোর্স ছাড়াও দেশে প্রথমবারের মতো এয়ারটিকেটিং এ্যান্ড ট্রাভেল ট্যুরিজমের ওপর hbskillsbd.com এই ওয়েবসাইটের মাধ্যমে ই-লার্নিং কোর্স ও শুরু করেছে এইচ বি। তাদের ট্রেনিং সেন্টার সম্পর্কে বিস্তারিত জানতে ফেসবুকে HBAviationBD লিখে সার্চ করলেই জানা যাবে।
×