ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিজিটাল মার্কেটিয়ার মাহদীর ‘পজেটিভিটি’ ভাবনা

প্রকাশিত: ২০:১০, ৭ নভেম্বর ২০২০

ডিজিটাল মার্কেটিয়ার মাহদীর ‘পজেটিভিটি’ ভাবনা

আইটি ডট কম প্রতিবেদক ॥ ‘প্রথম কথা হচ্ছে, আমি নিজে কখনোই আরেকজনকে বোঝাতে গিয়ে হাঁপিয়ে যাই না! কখনোই আমার মধ্যকার পজিটিভিটি শেষ হয়ে যায় না! পজিটিভিটি ছড়ানোর জন্য আগে নিজেকে পজিটিভ হতে হয়। আপনি কাউকে গালাগাল করা আর কথাবার্তায় স্প্যাং ব্যবহারের মধ্যে হাজার বছরের পার্থক্য রয়েছে।’ ধনাত্মকতার সঙ্গে ‘স্প্যাং’ ব্যবহারের সম্পর্কটা নিয়ে প্রতিবেদককে এই কথা বলেন মুনতাসির মাহদী! মুনতাসির মাহদী গত সাড়ে তিন বছর ধরে নিজের কন্টেন্টের (আর্টিকেল ও ভিডিও) মাধ্যমে, লেখালেখিকে ভিন্ন স্বাদ দিয়ে তিনি ফেসবুক (https://www.facebook. com/muntasir666) এবং টিকটকের (https://www.tiktok. com/@muntasir.mahdi) মতো ‘ওভার ইউজড’ একটা প্লাটফর্মকে ব্যবহার করে তরুণদের মধ্যে উৎসাহ এবং ইতিবাচকতা নিয়ে আসার চেষ্টা করছেন। ‘মোটিভেশনের কথা শুনলেই মানুষ এখন হাসে কেন?’ এই প্রশ্নের জবাবে মুনতাসির মাহদী বলেন, ‘মোটিভেশনের কথা শুনলেই মানুষের চোখে যার চেহারা সবার প্রথমে ভাসে সেই ব্যক্তিটা হচ্ছেন, সোলায়মান সুখন ভাই! ঠিক না? কিন্তু সুখন ভাই যে কাজটা করে যাচ্ছেন, তিনি একজন মোটিভেশনাল স্পীকার হিসেবে আমাদের মধ্যে যেভাবে মোটিভেশনের গুরুত্বটা তুলে ধরছেন, যেভাবে আমাদের তরুণদের মধ্যে তিনি ‘আগ্রহ’ আর ‘নতুনভাবে চিন্তা করতে শেখার উদ্দীপনাটাকে’ উজ্জীবিত করছেন সেটা আমাদের পেটে সইবে না, কখনোই না! কেন জানেন? কারণ, আমরা পরিবর্তন পছন্দ করি না, কিন্তু সবাই পরিবর্তন চাই! সুখন ভাইয়ের ‘মোটিভেশনাল স্পিচ’ অনেকের পছন্দ হয় না, মিম তৈরি করা হয় সেই স্পিচ দিয়ে; কিন্তু সুখন ভাই যে কাজটা করছেন, যে কথাগুলো বলছেন; রাতে ঘুমোতে যাওয়ার আগে সেগুলো আমরা নিজেরাও চিন্তা করি আর সেগুলোই আমরা আমাদের দেশ আর তরুণদের জন্যে চাই!’ ‘আপনার মার্কেটিং এবং ব্যবসা রিলেটেড যে কোর্সগুলো আছে, সেগুলোর দাম এত অল্প কেন?’ এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ধরুন, আপনি একটা কাজ করে টাকা আয় করতে চাইছেন। কাজটা করার আগে আপনাকে সেই কাজটা শিখতে হবে। আর শেখার জন্য অর্থের প্রয়োজন! আবার অর্থও নেই আপনার কাছে, তাহলে শিখবেন কিভাবে? এটা একটা প্যারাডক্স, তাই না? এই সমস্যা থেকেই মূলত উদ্ধারের চেষ্টা করছি আমি! যাতে আয় করার জন্য আপনার যে মূলধনটা প্রয়োজন সেটা আপনার আয়ত্তের মধ্যে হয়। কোর্সের দাম ১০-২০-৩০ হাজার টাকা হওয়াটা খারাপের কিছু নয়, কিন্তু অত দাম দিয়ে কোর্স করা সবার জন্য সম্ভব হয় না। আর সেজন্যেই কোর্সের ভ্যালু বাড়িয়ে দামের দিকে আমি তেমন একটা লক্ষ্য দিই নি! একেবারে অল্প দামেই সবার জন্য এ্যাভেইলেবল করে দিয়েছি!’ ‘তাহলে বিনামূল্যেও তো শেখানো সম্ভব, সেটা কেন করছেন না?’ এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৫০০ টাকা আয় করতে চাইলে, ৫০ টাকা তো খরচ করতেই হবে! বিনামূল্যে এই দুনিয়াতে কেউ ভিক্ষাও দেয় না! প্রত্যেক কাজের পেছনে একটা উদ্দেশ্য, একটা চাওয়া কিংবা একটা লাভ থাকেই! প্রত্যেকের কাজেই!’ মুনতাসির মাহদী একজন মার্কেটার এবং উদ্যোক্তা হিসেবে বর্তমানে বেশ কয়েকটা উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু তিনি এই দুটো সেক্টরের পাশাপাশি ‘ডিজিটাল মার্কেটিংয়ে হাতেখড়ি’ এবং ‘ব্রেইনফ্লুয়েন্স: দ্য সাইকোলজি অব মার্কেটিং’ নামে দুটো রকমারি বেস্ট সেলার বই (অর্থনীতি ক্যাটাগরি) ২০২০ একুশে বইমেলায় প্রকাশ করেছেন। তিনি শুধু একজন লেখকই নন, তিনি ব্যবসা আর মার্কেটিং সেক্টরের সঙ্গে থাকার পরেও কাজ করে যাচ্ছেন, তরুণদের মধ্যে পজিটিভিটি ছড়াতে। ইতিবাচকতা নিয়ে কাজ করার আগ্রহ কোথা থেকে এসেছে আপনার মাঝে, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গ্যারি ভেইনারচাক, আইমান সাদিক এদের থেকে! তাদের ভিডিও, তাদের লেখা এবং তাদের কন্টেন্টগুলো আমার কাছে কফির মতো কাজ করে। কফি যেভাবে আপনাকে-আমাকে ঘুমোতে দেয় না, তেমনি তাদের কথাবার্তা আর কাজগুলো আমাকে প্রতি মুহূর্তে পজিটিভ থাকতে সাহায্য করে! পজিটিভিটি কেউ জন্মের সঙ্গে সঙ্গে নিয়ে আসে না। পজিটিভিটি অভ্যাসের ব্যাপার। আর অভ্যাস, মানুষের দাস!’
×