ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কবিতা

প্রকাশিত: ২৩:৩৭, ৬ নভেম্বর ২০২০

কবিতা

উঠোনে প্রিয় দুপুরগুলো সোহরাব পাশা মানুষ নিজ পক্ষপ্রিয় উন্মাদ সময় গৃহমুখী মানুষের নিঃস্ব কোলাহল রাত্রি ভাঙা রুগ্ন ভোরে অসমাপ্ত খুচরো ভ্রমণ কেউ কাউকে শোনে না উজ্জ্বল কুহকে অন্ধ ক্র্যাচে ভর দিয়ে হাঁটে বিবর্ণ সংস্কৃতি প্রতারক ছায়া সৌন্দর্যের ফুল ওড়ে ক্ষিপ্র ধূলিঝড়ে নির্বোধ বধির ঘড়ি গোপনে ছিঁড়ছে কেউ শিল্পের কুসুম জীবন একাকী হাঁটে অন্য বাড়ি ডেকে ওঠে প্রেম অজ¯্র ছেঁড়া গল্পের সূত্র নিঃস্বতা লুকিয়ে রাখে হাসি মালিদের ক্লাসরুম ফুলের বাগান মিথ্যেগুলো স্বপ্ন খোঁজে মেঘের গুপ্তি গুঞ্জন বাড়ে গহিন নিঃশব্দ আর্তনাদে নির্বিকার উঠোনে প্রিয় দুপুরগুলো আগুনের জলরং। ** আমার মাথা ফেরত দিন আনিসুর রহমান আমি সেই সময়ের কবি যেখানে কোনও মুক্তি নেই স্বপ্ন নেই; আমার জন্মের আগে একটা আশা ঢেউ তুলেছিল তা মিলিয়ে গেছে; একটি কণ্ঠ একবার মন্ত্রের মতন সময়কে সম্মোহিত করেছিল; জান হাতে করে স্বপ্ন দিব্যি করে মানুষ যে পথ পাড়ি দিয়েছিল! প্রাণ দিয়ে তাঁরা পথ করেছিল, রক্ত দিয়ে যে মানচিত্র এঁকেছিল; পথে রয়ে গেছে রক্তের দাগ; হৃদয়ে রয়ে গেছে বিয়োগের ক্ষত; পাড়ি দিয়ে পথ কত এক কুড়ি দুই কুড়ি আড়াই কুড়ি বছরে; কার খপ্পরে লালমনিরহাটে এক ভাই গুজবে মরে আগুনে পুড়ে! ভাইয়ের কিছু হারগোড়? কিছু ছাই কিছু কয়লা পড়ে আছে পথের উপরে; ধর্ম-অবমাননা-গুজবে মুরাদনগরে হিন্দু বাড়ি আগুনে পোড়ে; আমি এই সময়ের কবি যেখানে কোনও মুক্তি নেই স্বপ্ন নেই; ’অনুভূতি’ ’অবমাননা’ ’গুজব’ শব্দগুলো আমার মাথা খেয়েছে! কবিতা না ছাই! জনকের দোহাই, আমার মাথা ফেরত দিন, হু! ** বেহারা সরোজিনী নাইডু হেলে দুলে কনে চলে, চার বেহারার পালকি কাঁধে ফুলের মতো বাতাস জুড়ে, তাকে নিয়ে গান যে বাঁধে; পাখির মতো যাচ্ছে উড়ে মেলে দিয়ে ডানা জোড়া, ভাসে সেতো হাসি হয়ে ঠোঁটটা যেনো স্বপ্নে মোড়া। দুলকি চালে পালকি চলে চলছে নতুন গানের পালা, নিচ্ছে বয়ে যেনো সাথে মুগ্ধ করা মুক্তামালা। হেলে দুলে মগ্ন হয়ে চার বেহারা পালকি টানে, শিশির কণার তারা সেতো মধুর সুরে গাওয়া গানে; ফুটে ওঠে ঝর্ণা হয়ে ঢেউয়ের উপর মেলে ফণা, ঝরে পড়ে যেন কনের কান্না ভরা জলের কণা। দুলকি চালে পালকি চলে চলছে নতুন গানের পালা, নিচ্ছে বয়ে যেনো সাথে মুগ্ধ করা মুক্তামালা।
×