ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘একজন মহান পিতা’

প্রকাশিত: ২৩:৫৬, ৫ নভেম্বর ২০২০

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘একজন মহান পিতা’

বাংলাদেশী বাঙালী জাতীর অন্যতম প্রধান গৌরবময় অধ্যায় মহান মুক্তিযুদ্ধ। তবে গৌরবময় এই মুক্তিযুদ্ধের কালজয়ী হাজারও অধ্যায় এখনও অনেকেরই অজানা। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নের বাস্তবতায় ঝটিকা অভিযান চলাকালীন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসে। তৎকালীন অর্বাচীন শাসকগোষ্ঠী স্বাধীনতার সঠিক ইতিহাস বিকৃত করার ঘৃণিত জঘন্য উৎসবে মেতে ওঠে! দীর্ঘ ২১ বছর পর স্বাধীনতার চেতনার শক্তি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পুনরুদ্ধারের কাজ শুরু হয়। বঙ্গবন্ধুর স্বাধীনতাত্তোর স্বদেশ পুনর্গঠনের প্রাক্কালে নিপীড়িত বীরাঙ্গনা মা-বোনদের তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে গেলে তারা প্রত্যাখ্যান করে, এমনকি পারিবারিক পরিচয় দিতেও দ্বিধা করে। তখন তাদের পাশে দাঁড়ান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন ‘নির্যাতিতা সকল নারীই আমার মেয়ে। ওদের পিতার নাম শেখ মুজিবুর রহমান আর ঠিকানা ধানমি র ৩২ নম্বর বাড়ি। ইতিহাসের এমনই এক কালজয়ী অধ্যায় নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘একজন মহান পিতা।’ বরেণ্য নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেনের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এ চলচ্চিত্রে আরও উঠে এসেছে মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন শিল্প সংস্কৃতি বিরোধীদের নৃশংসতার চিত্র। ব্যতিক্রমী তথ্য সেলুলয়েডে ধারণের কারণেই চলচ্চিত্র ‘একজন মহান পিতা’ মহান মুক্তিযুদ্ধের এক অমর দলিল হয়ে উঠেছে। শুধু এই গল্পই নয় বরং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা বীরাঙ্গনাদের বীরত্বগাঁথা এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর পিতৃসুলভ মানসিকতার পরিচয়ের গল্প উঠে এসেছে ‘একজন মহান পিতা’ চলচ্চিত্রে। নির্মাতা সূত্রে জানা গেছে, চলচ্চিত্রের শূটিং সম্প্রতি শেষ হয়েছে। চলছে এডিটিং এবং ডাবিংয়ের কাজ। আগামী ডিসেম্বর বিজয়ের মাসেই চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা। চলচ্চিত্রে অভিনয় করেছেন নবাগতা মির্জা আফরিন, হিমেল রাজ, আলভী সরকার, শেখ শাহ আলম, শ্যামল কান্তি নাগ, রাশেদুল ইসলাম রাজিব, রাকিব হোসেন, রাশেদ রেহমান, আব্দুর রাজ্জাক খোকন সাগরিকা ম-ল, সৃষ্টি মির্জা এবং একটি বিশেষ চরিত্রে নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন।
×