ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিওয়ালিতে ‘লাক্সমি’

প্রকাশিত: ২৩:৫৫, ৫ নভেম্বর ২০২০

দিওয়ালিতে ‘লাক্সমি’

আজকাল দক্ষিণী তামিল তেলেগু সিনেমার হিন্দী রিমেক করার হুজুগ চলছে বলিউডে। এক্ষেত্রে সফল কোন কোন চিত্রনির্মাতা। আবার ব্যর্থতাও রয়েছে করো কারো ক্ষেত্রে। তার পরও থেমে নেই বলিউডে দক্ষিণী সাড়া জাগানো সুপারহিট ছবির রিমেকের। হরদম চলছে বলা যায়। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো তামিল হরর সিনেমা ‘কাঞ্চনা’ হিন্দীতে রিমেক করেছেন দক্ষিণী চিত্রনির্মাতা রাঘব লরেন্স। তিনি মূল তামিল ছবি ‘কাঞ্চনা’ রও পরিচালক ছিলেন। পুনরায় হিন্দী রিমেক ঘোষণার পর থেকে সবাই ছবিটির ব্যাপারে আলাদাভাবে কৌতূহলী হন। কারণ ‘কাঞ্চনা’ ছবিটির হিন্দী ডাব ভার্সনটি দর্শক ততদিনে দেখে নিয়েছেন। তৃতীয় লিঙ্গের একজন মানুষের জীবনে নেমে আসা চরম বিপর্যয়, নির্মমভাবে তাকে হত্যা এবং পরবর্তীতে তার অতৃপ্ত আত্মার ভয়ঙ্করী হয়ে ওঠা এবং সবশেষে তার মৃত্যুর জন্য দায়ী মানুষগুলোর ওপর চরম প্রতিশোধ গ্রহণের দারুণ সাসপেন্সপূর্ণ গল্পের ছবিটি যে কোন দর্শকই এক বসাতেই দেখে উঠেছেন। পর্দা থেকে সহজে চোখ ফেরাতে পারেননি। ‘কাঞ্চনা’র হিন্দী রিমেকে মূল ভূমিকায় বলিউডের সুপারস্টার খিলাড়ি হিরো অক্ষয় কুমার একজন হিজড়া হয়ে আসছেনÑ খবরটি প্রচারিত হওয়ার পর ছবিটির ব্যাপারে সবার আগ্রহ-কৌতূহল আরও বহুগুণ বেড়ে গেছে তা বলার অপেক্ষ রাখে না। এখানে উল্লেখ করা প্রয়োজন সুপারহিট তামিল হরর সিনেমা ‘কাঞ্চনা’র আরও অনেক রিমেক হয়েছে আশপাশের প্রতিবেশী বিভিন্ন দেশে এবং ভারতে। কান্নাড়া ভাষায় নির্মিত হয়েছে ‘কল্পনা’ নামে। শ্রীলঙ্কায় রিমেক হয়েছে ‘মায়া’ নামে। মিয়ানমারেও একই কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘তার তায় গি’ ছবিটি। আমাদের বাংলাদেশেও ‘মায়াবিনী’ নামে ২০১৭ সালে একটি ছবি তৈরি হয়েছে যার প্রধান ভূমিকায় ছিলেন অভিনেতা অমিত হাসান। স্বাভাবিকভাবেই তেমনি সাড়া সাগানো জনপ্রিয় একটি সিনেমার হিন্দী রিমেকটি নিয়ে বলিউডে এক ধরনের চাঞ্চল্য ছিল। ‘লাক্সমি বাম্ব’ নামে হিন্দীতে নির্মিত হয়েছে রিমেক ছবিটি। গত মার্চে এ ছবির শূটিং শেষ হয়ে গিয়েছিল। গত মে মাসে ছবিটির মুক্তির তারিখও নির্ধারিত ছিল। কিন্তু হঠাৎ করোনা মহামারীর প্রাদুর্ভাব শুরু হওয়ায় সব কাজ মাঝপথে থেমে গিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে সিনেমা হলও বন্ধ হয়ে যায়। ফলে ছবিটি দর্শকদের সামনে আসার ব্যাপারটি অনিশ্চিত হয়ে পড়ে। গত বেশ কয়েক মাসে করোনা পরিস্থিতি কিছুটা সহনীয় পর্যায়ে আসার পর থেকে অনলাইন স্ট্রিমিং সাইটে বলিউডি সিনেমা মুক্তি দেয়ার উদ্যোগ নিচ্ছেন অনেক ছবির প্রযোজক-পরিচালক। ইতোমধ্যে বেশ অনেক হিন্দী সিনেমা নেটফ্লিক্স, আমাজন প্রাইম ডিজনি হটস্টার, জি ফাইম প্রভৃতি স্ট্রিমিং সাইটে মুক্তি পেয়েছে। তারই ধারাবাহিকতার প্রযোজক এবং ছবিটির অন্যতম প্রধান তারকা অক্ষয় কুমার সিনেমা হলের বদলে ‘লাক্সমি বাম্ব’ ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন দুই মাস আগেই। আগামী ৯ নবেম্বর ডিজনি হটস্টার স্ট্রিমিং সাইটে মুক্তি পাচ্ছে ছবিটি। গত কয়েক মাসে অনলাইনে মুক্তিপ্রাপ্ত বলিউডি সিনেমাগুলো অপেক্ষাকৃত কম জনপ্রিয় এবং স্বল্প পরিচিত নতুন অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় সমৃদ্ধ হলেও তুলনামূলকভাবে ‘লাক্সমি বাম্ব’ ছবিটি অক্ষয় কুমার কিয়ারা আদভানির মতো বলিউডি তারকা সমৃদ্ধ হওয়ায় বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ছবিটির বাজেটও অনেক বেশি। এ ধরনের বড় বাজেটে তৈরি তারকাবহুল আরও বেশ কিছু হিন্দী সিনেমা বর্তমানে বাক্সবন্দী হয়ে পড়ে আছে। সে সব ছবির প্রযোজকরা অনলাইনে মুক্তি দিতে আগ্রহী কিংবা সাহসী হচ্ছেন না। এক্ষেত্রে ডিজনি হটস্টার স্ট্রিমিং সাইটে এ ছবিটির মুক্তির উদ্যোগ একটি সাহসী প্রচেষ্ট সন্দেহ নেই। ইতোমধ্যে ‘লাক্সমি বাম্ব’ ছবিটির যথেষ্ট প্রচারণা হয়েছে। এ ছবির ট্রেলার, টিজার দেখেছেন অগণিত দর্শক। ছবিটির একটি গানের ভিডিও ‘বুর্জ খলিফা’ রীতিমতো সুপারহিট হয়েছে। মোটকথা সব মিলিয়ে এই করোনাকালে বিনোদনের জগতে বিরাজমান খরার মধ্যে নতুন এক চাঞ্চল্য হিসেবে বিবেচিত হচ্ছে ‘লাক্সমি বাম্ব’। ভারতীয় দর্শকদের জন্য অনলাইন স্ট্রিমিং সাইটে মুক্তি পেলেও ছবিটি সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ বেশ কিছু দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আলোচ্য ছবিটির নাম নিয়ে ভারতীয় ধর্মীয় সংগঠন শ্রীরাজপুত কর্মীসেনা আপত্তি জানিয়ে আইনী নোটিস দিয়েছিলে গত কয়েক মাস আগে। যাতে বলা হয়েছিল লাক্সমি দেবীর প্রতি চরম অশ্রদ্ধা ও অবমাননা করা হয়েছে ‘লাক্সমি বাম্ব’ ছবির নামে টাইটেলে, যা হিন্দু সম্প্রদায়ের নিজস্ব আবেগকে আঘাত করেছে। তারা ছবির নাম বদলানোর দাবি তুলেছিল। যার প্রেক্ষিতে নতী স্বীকার করে ছবিটির নির্মাতা গোষ্ঠী ‘লাক্সমি বাম্ব’-এর বদলে শুধুমাত্র ‘লাক্সমি’ নামেই মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। এখন ‘লাক্সমি’ নামে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, কিয়ারা আদভানি, আয়েশা রাজা মিশ্র, তুষার কাপুর, শারদ কেলকার, মানু ঋষি, মির সারওয়ার, রাজেশ শর্মা প্রমুখ। দিওয়ালি উৎসবের আর খুব বেশি দেরি নেই। বলা যায়, এবারের দিওয়ালি উৎসবের কাছাকাছি সময়ে অক্ষয় কুমার অভিনীত ‘লাক্সমি’ ছবিটি হিন্দী সিনেমা দর্শকদের জন্য জমকালো উপহার হিসেবে আসছে।
×