ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যস্ততা তাকে দেয় না অবসর

প্রকাশিত: ২৩:৫৪, ৫ নভেম্বর ২০২০

ব্যস্ততা তাকে দেয় না অবসর

গত বছর চলচ্চিত্র শিল্পের দুর্বল অবস্থার কারণে অনেকে অপেক্ষায় ছিল দু’হাজার বিশ সালের। কিন্তু সে অপেক্ষা অবশেষে অন্তসারশূন্য বলে বিবেচিত হলো। ২০২০ এখন অন্তিম লগ্নে! অনেক কিছুর সঙ্গে চলচ্চিত্র শিল্পও এখন মুমূর্ষু অবস্থায় দাঁড়িয়েছে! অনেক অভিনয় শিল্পীদের হতাশার কালো ছায়া ঘিরে ধরেছে। তবে কেউ কেউ উদ্দম হারায়নি। মহামারীর মধ্যেও কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। নুসরাত ফারিয়া তাদের মধ্যে অন্যতম। বর্তমান সময়ে অভিনয়, গান নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। সিনেমা, ওয়েব সিরিজে কাজ করে তার সময় কাটছে। বিশেষ করে নূর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ এবং ভারতের জি-ফাইভ প্রযোজিত ওয়েব চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’ নিয়ে। গেল দশই মার্চ ‘যদি কিন্তু তবুও’ সিনেমাটির শূটিং শুরু কথা থাকলেও করোনার থাবায় বন্ধ হয়ে যায়। দীর্ঘ সাত মাস পর গত বুধবার সিনেমাটির শূটিং শুরু হয়। প্রথমবার নুসরাত ফারিয়া ছোট পর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন। ১২০ মিনিট দৈর্ঘ্যরে সিনেমা হবে এটি। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে, এমন নানা ধরনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়ে যাবে সিনেমাটির গল্প। প্রসঙ্গে নুসরাত ফারিয়া আনন্দকণ্ঠকে বলেন, ‘প্রথমবার আমাদের একসঙ্গে দেখতে পারবেন দর্শক। এটি পিওর লাভ স্টোরি। শিহাব শাহীন রোমান্টিক কাজের জন্য বিখ্যাত। আশা করছি কাজটি দর্শকের মন ছুঁয়ে যাবে।’ প্রথম গান মুক্তির দুই বছর পর সম্প্রতি আলোর মুখ দেখল নুসরাত ফারিয়ার দ্বিতীয় গান। ‘আমি চাই থাকতে’ শিরোনামের গানটি অবমুক্তির পর দর্শক লুফে নেয়। দর্শক সাড়ায় ফারিয়াও উচ্ছ্বসিত। কারণ প্রথম গান প্রকাশের পর প্রশংসার চেয়ে নিন্দিত হয়েছেন বেশি। তবে এবার আর তা হয়নি ফারিয়ার ভাগ্য সহায় হয়েছে। তাঁর কথায় নয় প্রমাণ মিলেছে গানের কমেন্ট বক্সেও। দর্শক সাড়া নিয়ে ফারিয়া বলেন, ‘দ্বিতীয় গানটি নিয়ে প্রত্যাশা ছিল তবে এতটা সাড়া পাব কল্পনাও করতে পারিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের কমেন্ট বক্সে সবার প্রশংসায় আপ্লুত। গানটির পেছনে যে পরিশ্রম হয়েছে তা সার্থক হয়েছে।’ লকডাউনের আগে নুসরাত ফারিয়া কাজ করেছিলেন ‘অপারেশন সুন্দরবন’ নামের বড় বাজেটের একটি চলচ্চিত্রে। এটি পরিচালনা করছেন দীপঙ্কর দীপন। র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। দু-হাজার একুশ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি দেয়ার কথা জানিয়েছেন নির্মাতা। তারকাবহুল চলচ্চিত্রের শূটিং শেষের দিকে। এদিকে নুসরাত ফারিয়া ফরাসী পণ্য বর্জনের ডাক দিয়েছেন। তাঁর নিজের ব্যবহার করা ফরাসী ব্র্যান্ডের ‘ঘড়ি’ ফেলে দিয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে এই নায়িকা ফ্রান্স পণ্য বয়কটের কথা জানান। সেখানে তিনি লেখেন, আমি আমার (ফরাসী ব্র্যান্ডের) কার্টিয়ে ঘড়িটি ফেলে দিচ্ছি। এরপর হ্যাশট্যাগের মাধ্যমে ফরাসী পণ্য বর্জনের ডাক দেন। দুই বাংলার সবার সঙ্গে কাজ করতে চান ফারিয়া। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় ভাইরাল হচ্ছে। এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মাঝে মাঝে দেখি কিছু অদ্ভুত বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমার দর্শকের কাছে অনুরোধ অযথা অদ্ভুত কিছু ভাইরাল না করে ভাল কনটেন্ট ভাইরাল করুন।’ ফারিয়ার হাতে এখন বেশ কিছু সিনেমা রয়েছে। লকডাউনের আগেই তিনি কলকাতার ‘ভয়’ শিরোনামের একটি সিনেমার কাজ করে এসেছেন। সেখানকার ‘বিবাহ অভিযান টু’-এও তাকে দেখা যাবে। দুটি সিনেমাতেই ফারিয়ার বিপরীতে আছেন তার প্রথম সিনেমার নায়ক অঙ্কুশ। দুটি সিনেমারই অর্ধেক করে কাজ বাকি। শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিকের শূটিং শীঘ্রই শুরু হওয়ার কথা রয়েছে। এতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিশোরী বয়সের চরিত্রটিতে অভিনয় করবেন। অভিনয়ের পাশাপাশি আলোচনায় ফারিয়ার বিয়ের প্রসঙ্গ। লকডাউন উপেক্ষা করে বাগদান সেরেছেন রনি রিয়াদ রশিদের সঙ্গে। তিনি একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা। সম্প্রতি হবু বরকে নিয়ে দেশের বাইরে ঘুরে এলেন ফারিয়া। সাত বছরের সম্পর্কের পরিণয় বিয়ে। তবে বিয়ের পর ফারিয়া নিজের মধ্যে বিন্দু পরিমাণ পরিবর্তন অনুভব করেননি। একে অন্যকে বোঝেন। জানান, রনি আমাকে খুব কেয়ার করে। অনেক ভাল শ্বশুর-শাশুড়ি পেয়েছি। আলহামদুলিল্লাহ। এখনও আমরা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের মতো আছি। বিয়ের সানাই কবে বাজবে জানতে চাইলে তিনি আনন্দকণ্ঠকে বলেন, ‘বিয়ে তো একবারই করব, ফলে ধুমধাম করেই করতে চাই। করোনার মধ্যে মানুষের মনমানসিকতা ভাল নেই। তা ছাড়া আমার অনেক আত্মীয় দেশের বাইরে থাকেন। তাই সুস্থ পৃথিবী ফিরে না পাওয়া পর্যন্ত আমি বিয়ের পিঁড়িতে বসছি না।’
×