ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ই-নথিতে শতভাগ সাফল্য

প্রকাশিত: ২৩:৩৬, ৫ নভেম্বর ২০২০

ই-নথিতে শতভাগ সাফল্য

স্টাফ রিপোর্টার ॥ ই-নথি বাস্তবায়নে শতভাগ সাফল্য অর্জন করেছে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক)। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনা অনুযায়ী ই-নথিতে এ সাফল্য অর্জন বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সরকারের অনলাইন ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থাপনায় সেতুবিভাগ ও বাসেক শতভাগ ই-নথি বাস্তবায়ন করে। বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এ লক্ষ্যে প্রথমে ৩ সদস্যের একটি নিয়মিত মনিটরিং টিম গঠন এবং সেতুবিভাগ ও বাসেকের সকল পর্যায়ের কর্মকর্তাদের আইটি সরঞ্জাম সরবরাহসহ একাধিকবার প্রশিক্ষণ দেয়া হয়। সেতুবিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন প্রথম শতভাগ অর্জনকারী উন্নয়ন ও পরিকল্পনা অনুবিভাগকে ক্রেস্ট প্রদান করেন।
×