ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যাত্রীর অভাবে ঢাকায় আসছে না গো এয়ারের উদ্বোধনী ফ্লাইট

প্রকাশিত: ২৩:৩২, ৫ নভেম্বর ২০২০

যাত্রীর অভাবে ঢাকায় আসছে না গো এয়ারের উদ্বোধনী ফ্লাইট

স্টাফ রিপোর্টার ॥ যাত্রীর অভাবে ভারতের গো এয়ারের উদ্বোধনী ফ্লাইট ঢাকায় আসছে না আজ। বাবল এয়ার চুক্তির আওতায় আজ বৃহস্পতিবার ঢাকায় আসার সিডিউল ছিল গো এয়ারের। ঢাকায় এবিসি নামের একটি কোম্পানি দায়িত্ব পালনে অব্যবস্থাপনা ও ব্যর্থতার দরুণ উদ্বোধনী ফ্লাইট বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে বেবিচক সূত্র। এ সম্পর্কে বেবিচক জানিয়েছে- আজকের ফ্লাইটে ভারত থেকে মাত্র ২ জন যাত্রী টিকেট কেটেছিল ঢাকায় আসার জন্য। ফিরতি ফ্লাইটেও ছিল মাত্র দুজন যাত্রী। করোনা পরিস্থিতির মাঝেও ভারতের অন্যান্য ফ্লাইটে পর্যাপ্ত সংখ্যক যাত্রী থাকলেও কেন গো-এয়ারের এমন হতাশাজনক চিত্র তার ব্যাখ্যা দিতে পারেনি জিএসএ কর্তৃপক্ষ। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে-করোনা তা-বের মাঝেও ভারত ও বাংলাদেশের মধ্যে বিশেষ ব্যবস্থায় বাবল এয়ার চুক্তির আওতায় সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়েছে। ঢাকা থেকে তিনটি এয়ারলাইন্স ও ভারত থেকে ৫টি এয়ারলাইন্স এসব ফ্লাইট পরিচালনা করার চুক্তি হয়েছে। এর মধ্যে আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে ভারতের অপর এয়ারলাইন্স ভিসতারা সন্তোষজনক যাত্রীসহ চালু করতে যাচ্ছে। কিন্তু গো এয়ারের যাত্রী সংখ্যা হতাশ করেছে স্থানীয় ট্রাভেলস এজেন্টস ও অন্যদের। যাত্রী না পাওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে- জিএসএ-এর পেশাদারিত্ব ব্যর্থতাকে। এ নিয়ে গো এয়ারের সদর দফতরেও দেখা দিয়েছে হতাশা ও অস্বস্তি। একটি সূত্র জানিয়েছে, গো এয়ারের জিএসএ নিয়োগে কোন ধরনের স্বজনপ্রীতি বা অনৈতিক পন্থার অবলম্বন করা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখবে প্রতিষ্ঠানটি।
×