ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবনিযুক্ত পুলিশ কমিশনারের কাছে সিলেট চেম্বারের স্মারকলিপি

প্রকাশিত: ২৩:০৬, ৫ নভেম্বর ২০২০

নবনিযুক্ত পুলিশ কমিশনারের কাছে সিলেট চেম্বারের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ রায়হান হত্যার বিচার ও সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিলেট চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ পুলিশ কমিশনারের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। বুধবার দুপুর ১২টায় সিলেট মেট্রোলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে নবনিযুক্ত পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ হাতে স্মারকলিপি দেয়া হয়। এ সময় চেম্বার সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে নিহত যুবক রায়হান হত্যার প্রতিবাদে সিলেটের সকল মহলে বর্তমানে ক্ষোভ বিরাজ করছে। পুলিশ সদস্যদের দ্বারা এ রকম বিচার বহির্ভূত হত্যা নিঃসন্দেহে জনসাধারণ ও পুলিশ বিভাগের জন্য উদ্বেগজনক। তাছাড়া কিছুদিন পূর্বে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ হোস্টেলে ছাত্র নামধারী কিছু দুষ্কৃতকারীদের দ্বারা গণধর্ষণ ও স্বামীকে মারধরের ঘটনা ঘটেছে। তিনি বলেন, সাম্প্রতিক এসব ঘটনার ফলে পর্যটন নগরী এবং ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সিলেটের ব্যবসায়ীরা বিশ্বাস করে আপনার আগমনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ব্যবসায়ী ও জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে।
×