ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিন্নিসহ দুজনের আপীল শুনানির জন্য গ্রহণ

প্রকাশিত: ২৩:০৪, ৫ নভেম্বর ২০২০

মিন্নিসহ দুজনের আপীল শুনানির জন্য গ্রহণ

স্টাফ রিপোর্টার ॥ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নিসহ আরও দুজনের আপীল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একইসঙ্গে আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জরিমানা স্থগিত করেছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মিন্নি ছাড়া অন্য আসামি হলেন মোহাইমিনুল ইসলাম সিফাত। এদিকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্যের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাস নির্ধারণ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শুনানির জন্য মিন্নির আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। এর আগে গত ১৩ অক্টোবর তিন আসামির বিষয়েও একই আদেশ দেয় হাইকোর্ট। ওই তিন আসামি হলেন- আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোঃ হাসান এবং মোঃ রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়। তবে মৃত্যুদ-প্রাপ্ত অপর আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজীর আপীল করার তথ্য জানা গেলেও কোন আদেশ হয়েছে কিনা তা জানা যায়নি। গত ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করেন। হাইস্কুলের ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ চেয়ে রিট ॥ দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্যের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাস নির্ধারণ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মানবাধিকার সংগঠন লিগ্যাল সাপোর্ট এ্যান্ড পিপলস রাইটস ফাউন্ডেশনের পক্ষে সংগঠনের চেয়ারম্যান ও সুপ্রীমকোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমন এ রিট আবেদনটি দায়ের করেন।
×