ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অপেরা বন্ধ হয়নি

প্রকাশিত: ২৩:০৩, ৫ নভেম্বর ২০২০

অপেরা বন্ধ হয়নি

পুরো শহরে ঘুরে বেড়াচ্ছে বন্দুকধারীরা। তাও স্টেজে চলল অপেরা। যেন টাইটানিক ছবির শেষ দৃশ্য। প্রাণহানির ভয়কে সুরের মধ্য দিয়ে ভাসিয়ে দেয়া। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হামলার সময়ে স্টেট অপেরা হাউসে অর্কেস্ট্রা চলছিল। বাইরে দুজন বিপজ্জনক বন্দুকধারী ঘুরে বেড়াচ্ছে জেনে দর্শকদের প্রেক্ষাগৃহের ভেতরেই বসে থাকার পরামর্শ দেয়া হয়। বাইরে তখন প্রলয় চলছে, মানুষকে আতঙ্কমুক্ত করার জন্য অপেরার সঙ্গীতশিল্পীরা মঞ্চে অনুষ্ঠান থামাননি। বেজেছে সব বাদ্যযন্ত্র। অপেরা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, অনুষ্ঠানে বিরতি দিয়ে ঘোষণা করা হয়েছিল যে শহরে দুজন বন্দুকবাজ ঘুরে বেড়াচ্ছে। তখনও পুলিশের হাতে আসেনি তারা। কেউ যেন প্রেক্ষাগৃহ ছেড়ে না বেরিয়ে যান। প্রেক্ষাগৃহের দরজা বন্ধ করা আছে। যদি কেউ চান তাহলে পাশে একটি রিফ্রেশমেন্টের জায়গায় আছে। সেখানে যেতে পারেন কেবল। সব থেকে আশ্চর্যের বিষয়, ঘোষণা হওয়ার পরে উপস্থিত একজন দর্শকের মধ্যেও উত্তেজনা দেখা যায়নি। কেউ কেউ রিফ্রেশমেন্ট এরিয়ায় চলে গিয়েছিলেন। -জাকার্তা পোস্ট
×