ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে টিভি এডিটর গ্রেফতার

প্রকাশিত: ২১:৩২, ৫ নভেম্বর ২০২০

ভারতে টিভি এডিটর গ্রেফতার

ভারতের আলোচিত টেলিভিশন চ্যানেল রিপাবলিক টিভির এডিটর-ইন-চীফ অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র রাজ্যের পুলিশ। রিপাবলিক টিভি তাদের অফিসিয়াল টুইটার পাতায় ঘটনাটি নিশ্চিত করেছে। বুধবার সকালে অর্ণব গোস্বামীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ৫৩ বছর বয়সী এক ইন্টেরিওর ডিজাইনারের আত্মহত্যার ঘটনার সঙ্গে অর্ণব গোস্বামীর সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার ওই ঘটনাটি দুই বছর আগে ঘটেছে। অর্ণব গোস্বামীর গ্রেফতারের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের একজন মন্ত্রী প্রকাশ জাভেডেকর এই ঘটনাকে গণমাধ্যমের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এটা জরুরী অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে।’ আরেকজন ইউনিয়ন মিনিস্টার রবি শংকর প্রসাদ বলেন, ‘অর্ণব গোস্বামীর গ্রেফতার নিন্দনীয়, অযৌক্তিক ও দুশ্চিন্তার বিষয়।’ এদিকে বিজেপির নেতা জয় পান্ডা পুলিশের সমালোচনা করে বলেন, ‘বিষয়টিকে অঘোষিত এক জরুরী অবস্থার মতো মনে হচ্ছে। রিপাবলিক টিভি তাদের বিবৃতিতে অভিযোগ করেছে, অর্ণবকে লাঞ্ছিত করা হয়েছে। -বিবিসি
×