ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু

প্রকাশিত: ২১:২৯, ৫ নভেম্বর ২০২০

ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনকালীন দেশটির রাজধানী ওয়াশিংটনের বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের দিন মঙ্গলবার রাতে ওয়াশিংটন ছাড়াও লস এ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, রালে, নর্থ ক্যারোলিনা, পোর্টল্যান্ড, ওরেগন এবং নিউ ইয়র্কের মতো শহরগুলোতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ হলেও হোয়াইট হাউসের বাইরে সংঘাতের খবর পাওয়া গেছে। খবর বিবিসি অনলাইনের। এছাড়া সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ধস্তাধস্তির পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গণমাধ্যম জানায় খোদ ওয়াশিংটনে অনুষ্ঠিত বিক্ষোভে কয়েক শ’ মানুষ অংশ নেয়। বিক্ষোভের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আতশবাজির শব্দ শোনা যায়। সিবিএস নিউজের প্রতিবেদক ক্রিস্টিনা রুফিনি জানিয়েছেন, ‘এক ধরনের ধোঁয়া বোমা’ ব্যবহার করা হয়েছে বলে তার কাছে মনে হয়েছে। সহিংসতার আশঙ্কায় ভোটের আগেই অনেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দরজা-জানালা বন্ধ করে দেন।
×