ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ ভোটের রেকর্ড

প্রকাশিত: ২১:২৮, ৫ নভেম্বর ২০২০

সর্বোচ্চ ভোটের রেকর্ড

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছে। প্রায় ১০ কোটি ভোটার এবারের নির্বাচনে ভোট দিয়েছেন। এ সংখ্যা ২০১৬ সালের নির্বাচন থেকে বহু বেশি। পাশাপাশি এ নির্বাচনে বহু তরুণ প্রার্থী জয় পেয়েছেন। ডেমোক্র্যাটিক প্রার্থী সোমালিয়া বংশোদ্ভূত ইলহান ওমর সবাইকে চমকে দিয়ে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন। ৩৮ বছর বয়সী এ নারী রিপাবলিকান প্রার্থী ল্যাসি জনসনকে বিপুল ভোটে পরাজিত করেছেন। পাশাপাশি রাশিদা তালেব, আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, অনন্যা প্রেসলি ও ২৫ বছর বয়সী ম্যাডিসন ক্যাথর্ন জয় পেয়েছেন। মিশিগানের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট রিপাবলিকান প্রার্থী ডেভিড ডুডেনহোয়েফারকে হারিয়ে পুনর্নির্বাচিত হন ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা। খবর আলজাজিরা, সিএনএন ও ওয়াশিংটন পোস্ট অনলাইনের। মিনেসোটার পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন ইলহান। এর আগে ২০১৮ সালের কংগ্রেস নির্বাচনে প্রথমবারের মতো জয় পান তিনি। জয়ের পর রাশিদা তালিব জানিয়েছেন, কংগ্রেসে দ্বিতীয় মেয়াদে তিনি কোভিড-১৯ রোধে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন এবং ফিলিস্তিনের মানবাধিকারের প্রতি চাপ অব্যাহত রাখবেন। ফিলিস্তিনীদের ওপর দখলদার ইসরাইল বাহিনীর নির্যাতনসহ নানা ইস্যুতে নিজেদের বলিষ্ঠ অবস্থানের কারণে বারবার প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণের শিকার হয়েছেন রাশিদা ও ইলহান। শুধু তাই নয়, নিজ দলের সমালোচনাও সহ্য করতে হয়েছে তাদের। অপরদিকে মার্কিন কংগ্রেসের সর্বকনিষ্ঠ সদস্য হয়েছেন ২৫ বছর বয়সী ম্যাডিসন ক্যাথর্ন। তিনি নর্থ ক্যারোলাইনার একটি আসনের রিপাবলিকান পার্টির প্রার্থী ছিলেন। নম্বইয়ের দশকে জন্ম নেয়া কেউ এই প্রথম কংগ্রেস সদস্য হলেন। নির্বাচনে নর্থ ক্যারোলাইনার একটি জেলা থেকে তিনি নির্বাচিত হন। এই আসনে তার বিপক্ষে প্রার্থী ছিলেন বিমান বাহিনীর সাবেক কর্নেল মে ডেভিস। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ৫০ বছরের ইতিহাসে এই প্রথম কেউ এত কম বয়সে কংগ্রেসের সদস্য হলেন। কংগ্রেসে প্রার্থী হওয়ার সর্বনি¤œ বয়স ২৫। ম্যাডিসন ক্যাথর্ন গত আগস্টে ২৫ বছর বয়সে পা দেন। এবার ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট পড়ার ইতিহাস হয়েছে। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় হাড্ডাহাড্ডি লড়াই হয়। যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনে ৪৬তম প্রেসিডেন্টকে বেছে নিতে মঙ্গলবার স্থানীয় সময় ভোর ছয়টা (বাংলাদেশ সময় বিকেল পাঁচটা) থেকে ভোট শুরু হয়। কানাডা সীমান্তবর্তী নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ গ্রামে একটু আগে থেকে ভোট শুরু হয়। অপরদিকে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা কেন্টাকির ম্যাককোনেল পুনর্নির্বাচনে জয়লাভ করেছেন। এর ফলে কংগ্রেসে অনেক ক্ষমতাধর এ রিপালিকানের আরও ছয় বছর সিনেটে বহাল থাকা নিশ্চিত হলো। ম্যাককোনেল তার প্রতিদ্বন্দ্বী সাবেক ফাইটার পাইলট এ্যামি ম্যাকগ্রাকে পরাজিত করেন। ৭৮ বছর বয়সী ম্যাককোনেল ১৯৮৫ সাল থেকে সিনেটে দায়িত্ব পালন করেন এবং তিনি ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ মিত্র। তবে এ সিনেটর প্রেসিডেন্টের করোনাভাইরাস মহামারী মোকাবেলার বিভিন্ন পদক্ষেপের নীরবে সমালোচনা করে আসছেন। নির্বাচন পরবর্তী সহিংসতা রুখতে ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে দেশটির প্রধান প্রধান নগরীতে স্থানীয় সময় সোমবার রাত থেকেই পুলিশী টহল শুরু হয়েছে। নিরাপত্তার জন্য হোয়াইট হাউসের চারপাশে কাঁটাতারের বেষ্টনী ও কংক্রিটের ব্যারিকেড দেয়া হয়েছে। মার্কিনদের আশঙ্কা, ফলাফল যাই হোক, নির্বাচনী সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও তার সেই আশঙ্কার কথা জানান। তিনি বলেন, ডেমোক্র্যাটিক পার্টির লোকজন লুটতরাজ করার জন্য মুখিয়ে আছে। প্রায় প্রতিটি নগরীতে বিক্ষোভকারীরা প্রস্তুত। কয়েকটি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডকে প্রস্তুত করে রাখা হয়েছে।
×