ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেটে মৃদু ভূকম্পন

প্রকাশিত: ২৩:৩২, ৪ নভেম্বর ২০২০

সিলেটে মৃদু ভূকম্পন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে চার দশমিক ৪ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার রাত ১টা ৪৪ মিনিট ২০ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পনের ফলে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে চার দশমিক ৪। এদিকে এই ভূমিকম্পে ভারতের অসম, মণিপুর ও মেঘালয় রাজ্যে কম্পন অনুভূত হয়। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেঘালয়ের নংস্টোইনের উত্তরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ছিল কম্পনের কেন্দ্রবিন্দু। সমন্বিত ভর্তি পরীক্ষায় রাজি জবি জবি সংবাদদাতা ॥ করোনাভাইরাসের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিচ্ছুদের দুর্ভোগ এড়াতে সরকার যে সমন্বিত বা গুচ্ছ ভর্তি পরীক্ষার কথা ভাবছে, সে পদ্ধতিই অনুসরণ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও। উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘আমরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেব।’ সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপাচার্যদের কমিটির এই সদস্যের মতে, সব বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে পরীক্ষা নিলে শিক্ষার্থীদের ভোগান্তি কমে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগীয় শহরে পরীক্ষার যে সিদ্ধান্ত নিয়েছে, এটা ইতিবাচক। যেহেতু এ বছর বিশেষ একটা পরিস্থিতি, সেজন্য যানজট ও পরিবহনের চিন্তা করে ঢাবির পরীক্ষা বাংলাদেশের সব জায়গায় হবে।
×