ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাল ঢাকায় শুরু হচ্ছে ভারতীয় এয়ারলাইন্স ভিসতারার যাত্রা

প্রকাশিত: ২৩:৩২, ৪ নভেম্বর ২০২০

কাল ঢাকায় শুরু হচ্ছে ভারতীয় এয়ারলাইন্স ভিসতারার যাত্রা

স্টাফ রিপোর্টার ॥ ভারতের নতুন এয়ারলাইন্স ভিসতারা ঢাকায় ফ্লাইট শুরু করছে আগামীকাল বৃহস্পতিবার। বাবলএয়ার চুক্তির আওতায় দু’দেশের মধ্যে এ ফ্লাইট চলবে। আগামীকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিসতারার শুভ উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। এতে বিশেষ অতিথি থাকবেন ভারতীয় হাইকমিশনার দিরাজ গোস্বামী, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, মেম্বার (অপস) এয়ার কমডোর মোঃ খালিদ হোসেন, ভিসতারার প্রতিনিধি কাইজাদ পেসি পোস্টওয়াল্লা, ঢাকার জিএসএ মাস ট্রাভেলস এ্যান্ড ট্যুরসের কর্ণধার সোহাগ হোসেন ও বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএস তোহিদ উল আহসান। কাল সকাল সাড়ে ৯টায় ৬০ জন যাত্রী নিয়ে দিল্লী থেকে প্রথম ফ্লাইট ঢাকায় অবতরণ করবে এবং ৮০ জন যাত্রী নিয়ে সাড়ে দশটায় ফিরে যাবে। আপাতত বাবল এয়ার চুক্তির আওতায় সপ্তাহে রবি ও বৃহস্পতিবার দুটো ফ্লাইট চলাচল করবে। প্রতিদিন আসবে ৯টায় যাবে ১০টায়। কমলাপুর স্টেশনে ইয়াবাসহ দুই কিশোর আটক স্টাফ রিপোর্টার ॥ কমলাপুর রেলস্টেশনে ১৩৫০ পিস ইয়াবাসহ দুই কিশোরকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মামুনুর রশিদ (১৪) ও খায়ের হোসেন (১৪)। গ্রেফতারকৃত দুই কিশোরের বাড়ি টেকনাফ জেলায়। ঢাকার রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল হাসান জানান, তারা সকালের দিকে চিটাগাং মেইল ট্রেনে কমলাপুর রেলস্টেশনে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন থেকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই দুই কিশোর স্বীকার করে, তাদের পেটের ভেতর ১৩৫০ পিস ইয়াবা আছে।
×