ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যক্তিগত রাস্তার জন্য মসজিদের দেয়াল গুঁড়িয়ে দিলেন কাউন্সিলরের স্বামী

প্রকাশিত: ২৩:৩২, ৪ নভেম্বর ২০২০

ব্যক্তিগত রাস্তার জন্য মসজিদের দেয়াল গুঁড়িয়ে দিলেন কাউন্সিলরের স্বামী

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ নবেম্বর ॥ সংরক্ষিত নারী কাউন্সিলরের স্বামী নির্মাণাধীন মসজিদের দেয়াল গুঁড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ব্যক্তিগত রাস্তার জন্য তিনি এমন লঙ্কাকা- ঘটান বলে জানা গেছে। গত রবিবার প্রথম দফায় এবং মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় দেয়াল গুঁড়িয়ে দেয়া হয়। মসজিদের দেয়াল গুঁড়িয়ে দেয়ার ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার দুপুরে মসজিদ গুঁড়িয়ে দেয়ার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচী পালন করেন। মসজিদের মুসল্লি ও এলাকাবাসী জানান, গত ১০ অক্টোবর তারাবো পৌরসভার তেঁতলাবো এলাকায় বাইতুন নাজাত জামে মসজিদের নামে ৩৫ শতক জমি বায়নাসূত্রে কেনেন তেঁতলাবো এলাকাবাসী। তারাবো পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর (১, ২ ও ৩নং ওয়ার্ড) লায়লা পারভীনের কাছ থেকে পাঁচ লাখ টাকা বায়না দিয়ে কেনা হয়। জমি কেনার পর মসজিদ কমিটি এলাকাবাসীর সহযোগিতায় মসজিদের নির্মাণ কাজ শুরু করে। নির্মাণের শেষ পর্যায়ে নারী কাউন্সিলরের স্বামী মেজবাহউদ্দিন তার ব্যক্তিগত রাস্তার জন্য মসজিদের জায়গা থেকে ২০ ফুট রাস্তা দাবি করেন। এতে অস্বীকৃতি জানায় মসজিদ কমিটি। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে গত রবিবার মেজবাহউদ্দিন তার লোকজন নিয়ে মসজিদের দেয়াল গুঁড়িয়ে দেন। পরে এলাকাবাসী একত্রিত হয়ে পুনরায় মঙ্গলবার সকালে দেয়ালের কাজ শুরু করেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে নারী কাউন্সিলরের স্বামী তেড়ে গিয়ে দেয়াল গুঁড়িয়ে দেন। স্থানীয় মুসল্লি শাহ আলম বলেন, গত রবিবার মেজবাহউদ্দিন ও তার লোকজন রাস্তার জন্য মসজিদের দেয়াল ভেঙ্গে দিয়েছে। এখনও তার লোকজন মহড়া দিচ্ছে। বাইতুন নাজাত জামে মসজিদ কমিটির সভাপতি শাহ আলম মিয়া ও সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, বাইতুন নাজাত জামে মসজিদের নামে স্থানীয় মহিলা সংরক্ষিত কাউন্সিলর লায়লা পারভীনের ৩৫ শতক জমি এক কোটি ২৮ লাখ টাকা মূল্য নির্ধারণ করা হয়। এর মধ্যে পাঁচ লাখ টাকা পরিশোধ করে বায়নামূলে দলিল করা হয়। মসজিদের নির্মাণ কাজ শুরু করলে মেজবাউদ্দিন মসজিদের জমি থেকে ২০ ফুট রাস্তা দাবি করেন। মেজবাউদ্দিনের দাবিকৃত রাস্তা না দেয়ায় তিনি মসজিদের দেয়াল গুঁড়িয়ে দেন।
×