ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাপমাত্রায় পরিবর্তন আসছে

লঘুচাপ কেটে গেছে, এবার অপেক্ষা শীতের

প্রকাশিত: ২৩:২৭, ৪ নভেম্বর ২০২০

লঘুচাপ কেটে গেছে, এবার অপেক্ষা শীতের

শাহীন রহমান ॥ দীর্ঘ বর্ষার অবসান হয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবও কাটছে। এবার অপেক্ষা শীতের আগমনের। আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের প্রভাব কেটে গেলে প্রকৃতিতে তাপমাত্রা কমে আসবে। নবেম্বরের শেষ নাগাদ প্রকৃতিতে হিমহিম ভাব শুরু হবে। মধ্য ডিসেম্বর থেকেই শুরু হবে পুরোদমে শীত। তবে এবার বর্ষার দীর্ঘ হওয়ার কারণে এবং সাগর বারবার অশান্ত হয়ে ওঠার কারণে শীত আসতে দেরি হচ্ছে। একই কারণে বাতাসে এখনও জলীয় কণার আধিক্য থাকায় দিনের ভাগে বেশ গরম অনুভূত হচ্ছে। তবে এখন থেকে প্রকৃতি অনেকটাই নরম হতে শুরু করবে। তারা বলেন এবার অক্টোবারের শেষ দিকে এসে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু বিদায় নিতে না নিতেই আবারও সাগরে সৃষ্টি হয় লঘুচাপের। গত অক্টোবরের দুটি নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। দীর্ঘ বর্ষার কারণে সাগরের স্বাভাবিক তাপমাত্রা অতিক্রম করার কারণে বারবার লঘুচাপ এবং নিম্নচাপের জন্ম নিচ্ছে। ফলে এবার শীত আসতে একটু দেরি হয়েছে। তারা জানায় ইতোমধ্যে সৃষ্ট অস্বাভাবিক আচরণ কেটে যাচ্ছে। এরপরই শুরু হবে শীতের আগমনী বার্তা। ইতোমধ্যেই রাতের তাপমাত্রায় পরিবর্তন আসতে শুরু করেছে। আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান জনকণ্ঠকে বলেন সাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল অবস্থায় রয়েছে। দু’একদিনের মধ্যে এর প্রভাব কেটে যাবে। তবে নবেম্ববে আরও দু’একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। তিনি জানান নবেম্বরের ঘূর্ণিঝড়ে আশঙ্কা বেশি থাকে বিধায় নিম্নচাপ সৃষ্টি হলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তবে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাদ দিলে বাকি সময় আবহাওয়া বেশ পরিষ্কার থাকবে। ফলে দিনের বেলায় পর্যাপ্ত রোদের তাপ পাওয়া যাবে। তিনি বলেন মাসের শেষ নাগাদ দিনের তাপমাত্রা আরও কমে আসবে। সৃষ্টি হবে শীতের অনুভূতি। মধ্য ডিসেম্বর থেকে পুরোদমে শীত শুরু হবে। পৌষ মাঘকে বাংলায় শীত ঋতু ধরা হয়। যদি ঋতু বৈচিত্র্যের হিসাব অনুযায়ী শীতের আগমনী বার্তা আরও আগেই চলে আসে। তবে এবার প্রকৃতিকে বর্ষায় স্থায়িত্ব ছিল প্রায় ৫ মাস। এই সময়ে যেমন স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সাগরে বেশ কয়েকবার অশান্ত হয়ে ওঠে অস্বাভাবিক তাপমাত্রার কারণে। বর্ষা দেরিতে বিদায় নেয়ার কারণে প্রকৃতিতে শীত আসতেও এবার বেশ দেরি হচ্ছে। আব্দুল মান্নান বলেন নবেম্বর মাসে দিনের তাপমাত্রা খুব বেশি কমবে না। তবে রাতে তাপমাত্রা নেমে যাবে। ফলে রাতের শীতে অনুভূতি সৃষ্টি হবে। নবেম্বরে দিনের ভাগের শীতের অনুভূতি কম হবে। তবে যেহেতু সামন্যে শীত ঋতু এ কারণে আবহাওয়ার চরমভাব এখন থেকে থাববে না। প্রকৃতিতে আবহাওয়া নরমভাব বিরাজ করবে। এখন প্রকৃতিতে চলছে হেমন্তকাল। কার্তিক-অগ্রহায়ণ মিলে এই ঋতু। ইতোমধ্যে কার্তিক পেরোতে এখনও ১২ দিন বাকি। সামন্যেই অগ্রহায়ণ। দেশে শুরু হবে নবান্ন অর্থাৎ ফসল ওঠার মৌসুম। এখনো দেশের কৃষক সেই অপেক্ষার প্রহর গুনছে। নবান্নের এই ধান কাটতে কাটতেই শীতের আগমনী হাওয়া প্রকৃতিতে পুরোদমে চলে আসবে। ইতোমধ্যে উত্তরাঞ্চলে শীতের শিরশিরে ভাব শুরু হয়েছে। আবহাওয়াবিদরা জানান হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে শীত আসার আগেই উত্তরাঞ্চলের শীতের ভাব শুরু হয়ে যায়। পঞ্চগড় ॥ হিমালয় পর্বতমালার তৃতীয় উচ্চতম চূড়াটি টানা তিনদিন পঞ্চগড়ের বিভিন্ন প্রান্ত থেকে খালি চোখে দেখা গেলেও লঘুচাপের কারণে আকাশে মেঘ থাকায় দেখা যাচ্ছে না।
×