ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খালেদাকে মুক্ত না করতে পারলে আন্দোলন বেগবান হবে না ॥ ফখরুল

প্রকাশিত: ২৩:১০, ৪ নভেম্বর ২০২০

খালেদাকে মুক্ত না করতে পারলে আন্দোলন বেগবান হবে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত না করতে পারলে সরকারবিরোধী আন্দোলন বেগবান হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা স্মরণে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, সরকার মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে। গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তাকেও ধ্বংস করে দিচ্ছে সরকার। সাদেক হোসেন খোকা একদিন আমাকে বলেছিলেন গণতন্ত্রের জন্য বিএনপির সংগ্রাম একদিনে শেষ হবে না, এটা হবে দীর্ঘস্থায়ী সংগ্রাম। এই সংগ্রামে সবচেয়ে যে জিনিসটি বেশি দরকার হবে তা হচ্ছে ধৈর্য আর সকল মানুষকে সম্পৃক্ত করা এবং খালেদা জিয়ার নেতৃত্বকে আরও বেশি করে প্রতিষ্ঠিত করা। এখন সাদেক হোসেন খোকাকে আমাদের প্রয়োজন ছিল খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য। তিনি বলেন, সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্র থেকে কয়েকবার লন্ডনে এসে দলকে সংগঠিত করার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপ করেছেন। বিএনপি মহাসচিব বলেন, বিএনপির অনেক নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের স্থায়ী কমিটি থেকে শুরু করে জেলা কমিটির নেতারা পর্যন্ত অসুস্থ হয়ে পড়ছেন। সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন, নিরাপদ থাকবেন। আলোচনা করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সাদেক হোসেন খোকা সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের অত্যন্ত কষ্ট লাগে যে, আজকে সরকারের সব জায়গায় যারা রয়েছেন মুক্তিযুদ্ধের চেতনাকে তারাই নষ্ট করছেন। জাসদ সভাপতি আ স ম আবদুর রব বলেন, খোকা ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা। আজকে অনেকে মুক্তিযুদ্ধের কথা বলেন, তারা মুক্তিযুদ্ধ করেও নাই, দেখেও নাই। আমাদের মুক্তিযুদ্ধে গেরিলা যুদ্ধ না হলে কনভেনশন ওয়ারে পাশের দেশের সীমানার মধ্য থেকে যুদ্ধ করলেও বাংলাদেশ স্বাধীন হতো না। দিস ইজ রিয়েলিটি। আমি-খোকা আমরা একসঙ্গে মাঠে-ময়দানে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমি সেই খোকাকে সালাম করি। সশস্ত্র মুক্তিযুদ্ধে জীবনকে বাজি রেখে দেশমাতৃকার জন্য যে ভূমিকা গ্রহণ করেছেন। বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা আবদুস সালামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
×