ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসোলেশনে পানামার প্রেসিডেন্ট

প্রকাশিত: ২৩:০৩, ৪ নভেম্বর ২০২০

আইসোলেশনে পানামার প্রেসিডেন্ট

জনকণ্ঠ ডেস্ক ॥ ইউরোপের মতোই করোনার প্রকোপ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশগুলোয়। কয়েকটি দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন। করোনা সংক্রমণের আশঙ্কা থেকে এবার আইসোলেশনে গেলেন পানামার প্রেসিডেন্ট লরেন্টিনো কর্তিজো। সারাবিশ্বে চার কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৯৯৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১২ লাখ ১৫ হাজার ৬৬৯ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ৪২ লাখ ১১ হাজার ৩৯৬ জন। এক কোটি ২১ লাখ ৩৬ হাজার ৭৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ৮৭ হাজার ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটারের। প্রেসিডেন্ট লরেন্টিনোর একজন ঘনিষ্ঠ সহকর্মী সম্প্রতি করোনাভাইরাস পজিটিভ হন। দেশটির প্রেসিডেন্টের অফিস সূত্র জানায়, সহকর্মীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই আইসোলেশনে চলে যান প্রেসিডেন্ট লরেন্টিনো। করোনা সংক্রমিত ব্যক্তির নাম ও পদ প্রকাশ করা হয়নি। ইতোমধ্যে প্রেসিডেন্ট লরেন্টিনো কর্তিজোর করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। কিন্তু দুবার পরীক্ষাতেও তার নেগেটিভ ফল এসেছে। আবার কয়েক দিনের মধ্যে তার পরীক্ষা চালানো হবে বলে টুইটারে প্রকাশ করা হয়েছে। ভারতে আরও ৪৯০ মৃত্যু ॥ গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৩১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৮২ লাখ ৬৭ হাজার ৬২৩। এই সময়ে মারা গেছেন ৪৯০ জন। এখন পর্যন্ত এক লাখ ২৩ হাজার ৯৭ কোভিড রোগীর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৩২৩ জন। এ নিয়ে মোট সুস্থ ৭৬ লাখ ৩ হাজার ১২১ জন।
×