ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা

প্রকাশিত: ২৩:০১, ৪ নভেম্বর ২০২০

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা

স্টাফ রিপোর্টার ॥ ধর্মান্ধরা আজ ঘাঁপটি মেরে বসে আছে সমাজের অস্থিমজ্জায়। সুযোগ বুঝে ধর্মের নামে চলছে তাদের বর্বরতা। ধর্ম অবমাননার অজুহাতে সেই ধর্মান্ধরা অবলীলায় পিটিয়ে মারছে মানুষ। পুড়িয়ে দিচ্ছে মৃতদেহ। মৌলবাদী এই শক্তি জ্বালিয়ে দিচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর। ঘটাচ্ছে নারীর শ্লীলতাহানি। সাম্প্রদায়িক এই শক্তিকে প্রতিহতের আহ্বান জানাল প্রগতিশীল সংগঠনসমূহ। গানের সুরে, কবিতার ছন্দে জানানো হলো প্রতিবাদ। উচ্চারিত হলো মৌলবাদের তা-ব থেকে অসাম্প্রদায়িক স্বদেশ গড়ার অঙ্গীকার। পরিবেশনায় অংশ নেয় উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের শিল্পীবৃন্দ। ধর্ম অবমাননার অপবাদে লালমনিরহাটে পুড়িয়ে মানুষ হত্যা এবং কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিচার চেয়ে এই প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে আয়োজিত অনুষ্ঠান শেষে শহীদ মিনার অভিমুখে বের করা হয় মশাল মিছিল। গানের সুরে ধর্মান্ধদের ভ-ামির জবাব দিয়ে হাবিবুল আলম গেয়ে শোনানÑ তোরা মিছেই ধর্মের কথা বলিস ...। বীরজা শিরোনামের স্বরচিত কবিতা আবৃত্তি করেন রুমা সরকার। প্রতিবাদী উচ্চারণে সাজেদা বেগমের কণ্ঠে গীত হয়Ñ আগুনে ঘুমাই, আগুনে খাই রে/আমি এবং আমার আগুন/আমরা যমজ ভাই যমজ বোন রে ...। গাহি সাম্যের গান/মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান ...। কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার এই পঙ্ক্তিমালা উচ্চারিত হয় আবদুল করিম সরদারের কণ্ঠে। শিল্পী আখতার ও রুমির যুগল কণ্ঠে পরিবেশিত হয় ‘আমার প্রতিবাদের ভাষা গান’ শিরোনামের সঙ্গীত। ভাস্কর চৌধুরী রচিত ‘আমার বন্ধু নিরঞ্জন’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন মিজানুর রহমান সুমন। সাংস্কৃতিক পরিবেশনা পর্বে সব শেষে পরিবেশিত হয় উদীচীর পথনাটক ‘সময়ের আর্তনাদ’। রচনার পাশাপাশি নাটকটির নিদের্শনায় ছিলেন নাজমুল হক। পথনাটকের প্রদর্শনী শেষে বের হয় মশাল মিছিল। এই সংস্কৃতি সমাবেশ থেকে দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়। আলোচনায় দেশব্যাপী সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, সারাদেশে সাম্প্রদায়িকতা নমুনা দেখতে পাচ্ছি তার সবই হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। সরকার যে আইন করেছে সে আইনের যাঁতাকলে আজ মুক্তবুদ্ধি, মুক্তচিন্তা কারারুদ্ধ হয়ে গেছে।
×