ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা

প্রকাশিত: ২১:৪০, ৪ নভেম্বর ২০২০

ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব, দুস্থ ও অসহায় এক হাজার পরিবারের মধ্যে নগদ ৪৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। সকালে শহরের এম মনসুর আলী অডিটরিয়ামে ও দুুুুপুরে সিরাজগঞ্জ সরকারী কলেজের শেখ কামাল অডিটরিয়ামে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজের গবর্নিং বডির অন্যতম সদস্য প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি। সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সিরাজগঞ্জ ইউনিটের নির্বাহী সদস্য ফিরোজ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম), অতিরিক্ত জেলাপ্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমুখ। বিনামূল্যে চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩ নবেম্বর ॥ রাণীশংকৈলে উপজেলা অফিসার্স ক্লাবে মঙ্গলবার মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না এবং অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, ডাঃ নাজমুন নাহার তাজরীন, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সরকার প্রদত্ত মাতৃত্ব ভাতাটি মা ও শিশুদের পুষ্টিকর খাবারের জন্য ব্যয় করার ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী ক্যাম্পে বিভিন্ন বয়সী তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ প্রদান করা হয়।
×