ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জেলেদের হামলায় নৌপুলিশের দুই সদস্য আহত

প্রকাশিত: ২১:৩৯, ৪ নভেম্বর ২০২০

জেলেদের হামলায় নৌপুলিশের দুই সদস্য আহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মা ইলিশ সংরক্ষণ অভিযান চালানোর সময় জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে নৌ-পুলিশকে বাধা দিয়ে জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করে দুই জনকে আহত করেছে। এ সময় আত্মরক্ষার্থে নৌ-পুলিশ একরাউন্ড শর্টগানের ফাঁকা গুলিবর্ষণ করেছে। মঙ্গলবার সকালে কালীগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, সোমবার রাতে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে জেলেদের হামলায় আহত নৌ-পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মঈন উদ্দিন এবং কনস্টেবল আনোয়ারুল হককে মেহেন্দিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী জেলেদের অভিযুক্ত করে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
×