ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাসড়কের পাশে আগাছার জঞ্জাল

প্রকাশিত: ২১:৩৮, ৪ নভেম্বর ২০২০

মহাসড়কের পাশে আগাছার জঞ্জাল

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৩ নবেম্বর ॥ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া এলাকায় দুইপাশে আগাছার জঞ্জালে ভরে গেছে। এসবের কারণে রাতে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। খুন করে লাশ ফেলে দেয়া হচ্ছে ঝোপঝাড়ে ও হাত বদল হচ্ছে ইয়াবার ছোটখাটো চালান। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ সড়কের দুইপাশের ঝোপঝাড় পরিষ্কার না করার কারণে বর্তমানে অপরাধীদের নিরাপদ স্থান হয়েছে। প্রায় সময় সড়কের পাশের নির্জন এলাকাতে ছিনতাইও হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অবহেলার কারণে পটিয়াতে মহাসড়কের দুইপাশ ঝোপঝাড়ে ভরে গেছে। উপজেলার ভেল্লাপাড়া থেকে শুরু করে মনসাসহ বিভিন্ন জায়গায় বর্তমানে ঝাড়ের জঞ্জাল দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, ইয়াবার চালান কক্সবাজার থেকে সড়কপথে পাচারের সময় নির্জন এলাকায় হাত বদল হয়ে থাকে। মহাসড়কের দুইপাশের ঝোপঝাড় পরিষ্কার করার কোন উদ্যোগ না নেয়ার কারণে খুন করে সড়কের পাশে ফেলে দেয়া হচ্ছে বলে থানা পুলিশের দাবি। ফলে পুলিশ প্রশাসনও বিব্রত। কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকার উপজেলা যুবলীগ নেতা ইউছুপ খান জানিয়েছেন, ভেল্লাপাড়া থেকে শুরু করে মহাসড়কের পটিয়ার বিভিন্ন এলাকায় এখন অপরাধ হচ্ছে। সড়কের পাশে ঝোপঝাড় থাকার কারণে নিয়মিত অপরাধ সংঘটিত হচ্ছে। স্থানীয় লোকজন থানা পুলিশ ও হাইওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেছেন।
×